বড় খবরঃ বিনা শর্তে কৃষকদের সঙ্গে আলোচনায় বসছে কেন্দ্রীয় সরকার

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ কৃষক আন্দোলন ক্রমাগত বৃহৎ আকর ধারণ করছে। শুধুমাত্র হরিয়ানা, পাঞ্জাবের কৃষক সংগঠনই নয়, সেইসঙ্গে যুক্ত হচ্ছে বিভিন্ন রাজ্যের কৃষকরাও। এই আন্দোলন ভয়াবহ আকার ধারণ করার আগেই মঙ্গলবার সকালে কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর (Narendra Singh Tomar) কৃষকদের সঙ্গে সরাসরি গিয়ে দেখা করলেন।

কৃষকরা পূর্বে এই কৃষি বিল (agriculture bill) পরিবর্তনের প্রসঙ্গে সরকারের সঙ্গে আলোচনায় বসতে চাইলেও, এবার সরকার পক্ষ থেকেই কৃষকদের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেওয়া হল। সরকার পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার অর্থাৎ আজ দুপুর তিনটে নাগাদ নয়াদিল্লীর বিজ্ঞান ভবনে দুই পক্ষের আলোচনা হতে চলেছে।

জানা গিয়েছে, প্রথমে কৃষক সংগঠনগুলি সকাল ১১ টায় নিজেদের মধ্যে আলোচনা করে নেওয়ার পর তারা ঠিক করে নেবেন সরকারের সঙ্গে কি কি বিষয়ে আলোচনা করবেন। এই ৩২ টি কৃষক সংগঠন থেকে কোন কোন নেতৃত্বরা প্রতিনিধিত্ব করবেন, তাও ঠিক করে নেবেন। তবে সরকারের এই সিদ্ধান্তেরও বিরোধিতা করে পাঞ্জাব কিষাণ সংঘর্ষ কমিটির যুগ্ম সম্পাদক এস সাভরান জানিয়েছেন, ‘সারা দেশের ৫০০-এরও বেশি কৃষক সংগঠনের মধ্যে থেকে সরকার মাত্র ৩২টি সংগঠনকে বৈঠকে আহ্বান জানিয়েছে। কিন্তু সকলকে না ডাকলে আমরা আলোচনায় বসব না’।

আরও জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমরের থেকে কৃষি বিলের প্রতিবাদে কৃষকদের আন্দোলনের বিষয়ে সবরকম খোঁজ খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আজ সকাল ৮ টা নাগাদ কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তারপর কৃষি মন্ত্রকের তরফ থেকে সরকারের সঙ্গে বৈঠকের একটি চিঠি পেয়েছি আমরা’।

X