বাংলাহান্ট ডেস্কঃ করোনার কারণে দেশের প্রায় 80 টি জেলায় হয়েছে লকডাউন এই পরিস্থিতিতে দেশের অধিকাংশ নাগরিক গৃহবন্দী সরকারের তরফ থেকেও এমনটাই অনুরোধ অনুরোধ করা হয়েছে। অপরদিকে সরকারের নির্ধারিত প্যান আধার কার্ডের সংযুক্তি শেষ দিন এগিয়ে এসেছে।
কিভাবে এই কার্ড সংযুক্তিকরণ করবেন তাই নিয়েই দোলাচলে ছিল সাধারণ মানুষ। আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন,
আধারের সঙ্গে প্যান সংযুক্তিকরণের সময়সীমা ৩১ মার্চ থেকে বাড়িয়ে করা হল ৩০ জুন। যার ফলে কিছুটা হলেও স্বস্তি মিলল সাধারণ মানুষের।
ভারতে করোনার ভাইরাস সংক্রমণের ঘটনা ধীরে ধীরে বাড়ছে। সোমবার, দেশে নতুন নতুন 99 টি ঘটনা হয়েছে, যা এখনও দেশে এক দিনের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া সোমবার আরও দু’জনের মৃত্যুর সাথে সাথে দেশে এ কারণে মোট মৃত্যুর সংখ্যা ৯। এর মাধ্যমে, দেশে মোট করোনার সংক্রমণের ক্ষেত্রে সংখ্যা 492-এ দাঁড়িয়েছে।
দেশের 80 টি জেলা ইতিমধ্যে লকডাউন করবার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। যে কারণে বিপুল ক্ষতি হবে দেশের অর্থনীতিতে। দেশের অর্থনীতির এই বিপর্যস্ত হাল ধরতে এবাউট উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সিতারামান মঙ্গলবার করোনা পরিস্থিতিতে দেশের জনগণ ও শিল্পপতিদের উদ্দেশ্যে একাধিক জরুরী ঘোষণা করে কিছুটা স্বস্তি দিলেন