ভগবান রামের বনবাস কালের চিহ্নিত ২০০ টি স্থানের মধ্যে ১৭ টিতে করিডোর বানাবে কেন্দ্র সরকার

বাংলাহান্ট ডেস্কঃ ভগবান রামের (Lord Rama) উৎসবের সাজে সেজে উঠছে অয্যোধ্যা (Ayodhya) নগরী। আগামী ৫ ই আগস্ট রাম মন্দিরের (Ram temple) ভূমি পূজনের অনুষ্ঠানের দিকে তাকিয়ে আগে গোটা দেশ। অপেক্ষায় আছে সেই মাহেন্দ্রক্ষণের আশায়।

maxresdefault 112

রামায়ণের বর্ণিত দীর্ঘ ১৪ বছর সময়কাল বনাবাসে কাটিয়েছিলেন ভগবান রাম, সীতা মা এবং ভাই লক্ষণ। সেই সময়কালে তারা অযোধ্যার বিভিন্ন জায়গায় বিচরণ করেছিলেন। সেই সময়কার প্রায় ২০০ টিরও বেশি জায়গার আবিষ্কার করেছেন ইতিহাসবিদরা। সেইসব স্থানের থেকে বেছে নেওয়া ১৭ টি স্থানে করিডোর বানাতে ইচ্ছুক কেন্দ্র সরকার।

তমসা নদী– অযোধ্যা থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানে নৌকায় করে নদী পার হয়েছিলেন ভগবান শ্রী রাম।

Ram sita beautiful wallpape

শ্রিংগবেরপুর– প্রয়াগরাজ থেকে ২০-২২ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানে ভগবান রাম কেবতকে গঙ্গা পার হতে বলেছিলেন। এই জায়গাটির বর্তমান নাম সিংগৌর।

কুরাই– সিংগৌর থেকে গঙ্গা পার হয়ে কুরাইতে পৌছেছিলেন ভগবান শ্রীরাম।

প্রয়াগ– এরপর কুরাই থেকে যান প্রয়াগে।

1 01 1504241050

চিত্রকূটে– প্রয়াগ পেরিয়ে মন্দাকিনী নদীর তীরে অবস্থিত চিত্রকূটে পৌঁছেছিলেন।

সাতনা– যাত্রা পথে এখানে গিয়ে অত্রি ঋষির আশ্রমে কিছু সময় কাটান।

দণ্ডকারণ্য– চিত্রকূট ঘুরে দণ্ডকারণ্যে পৌঁছেছিলেন শ্রী রাম।

পঞ্চবতী নাসিক – দণ্ডকারণ্য ভ্রমণ করে আগস্ত মুনির আশ্রমে উপস্থিন হন শ্রীরাম, সীতা মা এবং ভাই লক্ষণ। এই স্থানেই সূর্পনাখার নাক কেটেছিলেন লক্ষণ। সেই থেকেই এই স্থানের নাম হয় নাসিক।

ram1

সর্বতীর্থ- এই অঞ্চলেই সাধুর ছদ্মবেশে মা সীতাকে হরণ করেছিলেন দশানন রাবণ। যাত্রা পথে বৃদ্ধ জটায়ুর ডানাও কেটে দিয়েছিলেন।

পর্ণশালা– অন্ধ্র প্রদেশের খামমাম জেলার ভদ্রচালামের এই অঞ্চলটি রামালয় থেকে প্রায় এক ঘন্টা দূরে অবস্থিত।

তুঙ্গভদ্রা– রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার পর শ্রী রাম তুঙ্গভদ্রা ও কাবেরী নদী অঞ্চলের বহু জায়গায় খুঁজেছিলেন।

new 81

শবরী আশ্রম– মা সীতাকে খুঁজতে গিয়ে পম্পা নদীর কাছে অবস্থিত শবরী আশ্রমে গিয়েছিলেন শ্রীরাম।

ঋষ্যমূখ পর্বত– মালয় পার্বত এবং স্যান্ডালউড বন পার হয়ে ঋষ্যমূখ পর্বতে পৌঁছেছিলেন রামচন্দ্র। সেখানে তিনি রাজা বালিকেও হত্যা করেছিলেন।

কোডিকারাই– রামের বানর সেনাবাহিনী এই স্থান থেকেই রামেশ্বরের দিকে যাত্রা শুরু করেছিল।

রামেশ্বরম– লঙ্কায় প্রবেশের পূর্বে এই স্থানেই শ্রী রামচন্দ্র শিবের পূজা করেছিলেন। এই স্থানের শিবলিঙ্গটি রামেশ্বর জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত।

waters fb 121517010025

রাম সেতু– মা সীতাকে উদ্ধারের মধ্যে সমুদ্রের মাঝেই ভাসমান সেতু বানিয়েছিলেন শ্রীরাম বাহিনী। এই রামসেতুকে ইংরেজিতে অ্যাডামস ব্রিজও বলা হয়।

নুয়ারা এলিয়া পর্বতমালা– শ্রীলঙ্কার এই পর্বতে রাবণ গুহা, অশোক ভাটিকা বন, বিভীষণ মহল ইত্যাদি অবস্থিত ছিল। এই পর্বত থেকে ৯০ কিমি দূরেই ছিল রাবণের মহল।


Smita Hari

সম্পর্কিত খবর