বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে (West bengal) করোনা (COVID-19) ভাইরাসের পরিস্থিতি খতিয়ে দেখতে ফের টিম পাঠাচ্ছে কেন্দ্র। প্রথমবারে এই কেন্দ্রের টিম নিয়ে রাজ্য কেন্দ্র জোর সংঘাত সৃষ্টি হয়েছিল। এই বিবাদের মধ্যে রাজ্যপালকেও হস্তক্ষেপ করতে হয়েছিল। সেই সংঘর্ষের আবারও পুনরাবৃত্তি ঘটতে পারে বাংলায়।
বাংলায় করোনা সংক্রমণের সংখ্যা
ইতিমধ্যেই রাজ্যে মৃতেই সংখ্যা বেড়ে ৫০ এবং আক্রান্ত ৯৮৪ জন। রাজ্যে ফের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে টিম পাঠাছে কেন্দ্র। এবার শুধুমাত্র কলকাতায় এবং বিভিন্ন জেলায় পরিদর্শনে আসছে এই টিম।
কলকাতায় আবার কেন্দ্রের টিম
করোনা ভাইরাসের কারণে প্রতিনিয়ত আক্রান্ত এবং মৃত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রাজ্যে প্রথমদিকে এই আক্রান্তের এবং মৃতের হার কম থাকলেও, বর্তমানে তা দ্রুতগতিতে বাড়ছে। আশঙ্কা বাড়ছে মানুষের মনে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলার বেশকিছু অঞ্চল রেড জোনে পরিণত হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এক শ্রেণীর মানুষ কিছুতেই এই ভাইরাসের ভয়াবহতা আঁচ করতে পারছেন না। ক্রমাগত ভেঙ্গেই চলেছেন লকডাউনের নিয়ম নিধি। তাই আবারও কলকাতা পরিদর্শনে আসছে কেন্দ্রের টিম।
বাংলায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের টিম
এই সংকটের পরিস্থিতিতে তাই কেন্দ্র থেকে ফের একটি টিম পাঠানো হচ্ছে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে। তবে গতবার কলকাতা সহ উত্তরবঙ্গ পরিদর্শনের নির্দেশ থাকলেও, এবার কিন্তু শুধু কলকাতা পরিদর্শনেই আসছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এক টিম।
দেশের ২০ টি জায়গায় যাবে কেন্দ্রীয় টিম
দেশ জুড়ে মোট ২০ টি জায়গা চিহ্নিত করা হয়েছে। যেখানে যেখানে করোনা আক্রান্তের সংখ্যা বেশি, সেখানেই পরিদর্শনে যাচ্ছে এই টিম। এই নির্বাচিত ২০ টি টিম যাবে- কলকাতা, চেন্নাই, ভোপাল, আহমেদাবাদ, লখনউ, থানে, গুন্টুর, যোধপুর, জয়পুর, দক্ষিণপূর্ব দিল্লি, মুম্বই, হায়দ্রাবাদ, পুণে , সুরাট , দিল্লি সেন্ট্রাল, ভদোদরা, কৃষ্ণা, কুরনুল, ইন্দোর, আগ্রা।
কেন্দ্রের টিমের কাজ
কেন্দ্রের পাঠানো এই নতুন ২০ টি দল এই ২০ টি জায়গায় ঘুরে ঘুরে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। লকডাউন ঠিকমতো পালন করা হচ্ছে কিনা তা খতিতে দেখবে তারা। এছাড়া করোনা আক্রান্তদের ঠিকমতো চিকিৎসা হচ্ছে কিনা, চিকিৎসায় কোন ত্রুটি হচ্ছ একিনা তা পর্যবেক্ষণ করবে। এবং প্রয়োজনে রাজ্য সরকারকে তারা সাহায্যও করবে।