বাংলাহান্ট ডেস্কঃ বাংলার (West bengal) তাবলিগি জামাত (Tablighi Jamaat) ফেরত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। এবার সেই কোয়ারেন্টিন পর্যবেক্ষণ করতে যাচ্ছে কেন্দ্র সরকারের পরিদর্শক টিম। নিউটাউনের হজ হাউজ ও রাজারহাট ঘুরে দেখবেন তারা।
দিল্লীর নিজামুদ্দিন ঘটনার পর নড়ে চড়ে বসেছিল সরকার। ওই জমায়েত থেকে যেসকল ব্যক্তিরা তাঁদের রাজ্যে ফিরেছিল, তাঁদের খুঁজে বের করতে দিন রাত এক করে দিয়েছিল পুলিশ। রাজ্যের যেসকল ব্যক্তি ওই তাবলিগি জামাত থেকে ফেরত এসেছেন, তাঁদের নিউটাউনের হজ হাউজ ও রাজারহাটে প্রস্তুত কোয়ারেন্টিনে রেখেছে রাজ্য সরকার। কিন্তু বিরোধী পক্ষ অভিযোগ জানায়, ‘তাবলিগি জামাতের সকল ব্যক্তিকে চিহ্নিত করা হয়নি। তাঁদের মধ্যে কেউ কেউ এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে। কোয়ারেন্টিনে রাখলেও তাঁদের ঠিকমত পরীক্ষা করা হচ্ছে না। যার ফলে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ছে না’।
এই তাবলিগি জামাতের ব্যক্তিদের দেখতে যাবার জন্য বুধবার রাজ্যের মুখ্যসচিবকে জানিয়েছিলেন কেন্দ্রের টিম। সেইমত বৃহস্পতিবার তারা রাজারহাটের দিকে রওনা হন। কেন্দ্রের এই পরিদর্শক টিম যাবেন এনআরএস, বেলেঘাটা আইডি, কলকাতা মেডিক্যাল কলেজে পর্যবেক্ষণের জন্য। এছাড়াও উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি এলাকা, করোনা হাসপাতাল ও কোয়ারেন্টাইন সেন্টার এবং কলকাতা ও হাওড়ার বেশ কয়েকটি বাজার এবং বস্তি পরিদর্শনে যাবেন তারা।
রাজ্যে প্রায় ২০০-র বেশি তাবলিগি জামাত ফেরত মানুষকে কোয়ারেন্টিন করা হয়েছে। যার মধ্যে প্রায় ১০০ জন বিদেশি। ইন্দোনেশিয়া এবং মায়ানমারের নাগরিকও রয়েছে। তাবলিগি জামাত ফেরত ব্যক্তিদের কোথায় কতজনকে রাখা হয়েছে এবং তাঁদের কিভাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে সবই বিস্তারিতভাবে জানিয়েছে রাজ্যের মুখ্য সচিব। তবে এখন অবধি তাঁদের মধ্যে মাত্র ৩ জন ব্যক্তি আক্রান্ত হয়েছেন, যার মধ্যে একজন আবার হলদিয়া বন্দরের কর্মী।