গতকাল থেকে লাদাখের গালোয়ান উপত্যাকায় চলছে ভারত এবং চীনের মধ্যে তীব্র সংঘাত। ভারত- চীন সংঘর্ষের কারণে প্রাণ হারিয়েছেন কুড়ি জন ভারতীয় জওয়ান। সোশ্যাল মিডিয়ায় শহীদ জাওয়ানদের শ্রদ্ধা জানাচ্ছে পুরো দেশবাসী। তবে এরই মধ্যে লাদাখে শহীদ জাওয়ানদের নিয়ে বিতর্কিত পোস্ট করেন চেন্নাই সুপার কিংসের এক ডাক্তার। সেই কারণে তাকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হয়েছে চেন্নাই সুপার কিংস ফ্রাঞ্চাইজির তরফে।
লাদাখে ভারত- চীন সংঘাতের কারণে শহীদ জাওয়ানদের উদ্দেশ্য করে টুইট করে চেন্নাই সুপার কিংস এর ডাক্তার মধু ঠোঠটাপল্লিল লিখেন, “আমার জানতে ইচ্ছা করছে শহীদ জাওয়ানদের কফিনে কি এবার PM CARE লেখা থাকবে?” আর এই পোস্ট ঘিরে শুরু হয়ে যায় চরম বিতর্ক।
এমন বিতর্কিত পোস্ট করার পরেই ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়ে চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি। তারা জানায়, “টিম ডক্টরের সোশ্যাল মিডিয়ায় মন্তব্য একান্তই তার ব্যক্তিগত মতামত, এর সাথে দলের কোন যোগাযোগ নেই। দেশের শহীদ সেনা জওয়ানদের নিয়ে এমন মন্তব্য করার জন্য দল ক্ষমাপ্রার্থী। উনার সাথে দলের সমস্ত সম্পর্ক বাতিল হল।”