অস্কারে যাচ্ছে ছবি, দেখে যেতে পারলেন না, ক‍্যানসার আক্রান্ত হয়ে মাত্র ১০ বছরেই প্রয়াত রাহুল

বাংলাহান্ট ডেস্ক: আবারো মর্মান্তিক দুঃসংবাদ ভারতীয় ফিল্ম জগৎ থেকে। ক‍্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ‘দ‍্য ছেলো শো’ (The Chhello Show) অভিনেতা রাহুল কোলি (Rahul Koli)। রক্তের ক‍্যানসারে ভুগছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই চলছিল চিকিৎসা। কিন্তু শেষরক্ষা হল না। গত ২ রা অক্টোবর মাত্র ১০ বছর বয়সে ইহলোক ত‍্যাগ করেন রাহুল। তাঁর অভিনীত ছবি ‘দ‍্য ছেলো শো’ বা ‘দ‍্য লাস্ট ফিল্ম শো’ এ বছর ভারতের তরফে অস্কারে যাচ্ছে‌।

লিউকিমিয়া বা রক্তের ক‍্যানসারে ভুগছিলেন রাহুল। গত চার মাস ধরে চিকিৎসা চলছিল তাঁর। হালকা জ্বরে ভোগা শুরু করেছিলেন তিনি। অনেক চিকিৎসা করেও কোনো সুফল পাওয়া যায়নি। প্রথমে জামনগরে চিকিৎসার প‍র আহমেদাবাদে হাসপাতালে ভর্তি করতে হয় রাহুলকে।

   

Chhello show
কিন্তু জীবনের লড়াইয়ে জিততে পারলেন না রাহুল। প্রয়াত অভিনেতার বাবা রামু কোলি শোকে বিধ্বস্ত। বড় ছেলের মৃত‍্যুর দিনটা মনে করে ভারাক্রান্ত স্বরে তিনি সংবাদ মাধ‍্যমকে জানান, ২ রা অক্টোবর, রবিবার রাহুল প্রথম প্রাতরাশ করেছিলেন। তারপরেই জ্বর আসে তাঁর। তিন বার রক্তবমি হওয়ার পর সব শেষ।

সোমবার রাহুলের বাড়িতে একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই অভিনেতার বাবা রামু কোলি বলেন, তাঁর পরিবার বিধ্বস্ত হয়ে রয়েছে। কিন্তু ছেলের অভিনীত শেষ ছবি তাঁরা দেখবেন। রিক্সা চালিয়ে রোজগার করেন রামু কোলি। ছেলের চিকিৎসার জন‍্য সেই উপার্জনের মাধ‍্যমটাও বেচে দিয়েছিলেন তিনি। কিন্তু সিনেমা নির্মাতারা রিক্সাটিকে ফেরত নিয়ে আসেন।

গুজরাটি ছবি দ‍্য ছেলো শো মুক্তি পেয়েছিল ২০২১ সালে। ছবিটির পরিচালনা করেছেন পান নলিন। রাহুলের অকাল মৃত‍্যুতে তিনিও শোকতপ্ত। স‌ংবাদ মাধ‍্যমকে জানান, পরিবারের সঙ্গে তাঁরাও রাহুলের সুস্থ হয়ে ওঠার অপেক্ষা করছিলেন। কিন্তু সেটা আর আর হয়ে উঠল না।

তাবড় তাবড় সব সিনেমাকে হারিয়ে এবার ভারতের তরফে অস্কারে যাওয়ার টিকিট আদায় করে নিয়েছে দ‍্য ছেলো শো। আগামী ১৪ অক্টোবরই মুক্তি পেতে চলেছে ছবিটি। কিন্তু রাহুল আর তাঁর ‘লাস্ট ফিল্ম শো’ দেখে যেতে পারলেন না‌।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর