একটি মুরগির ডিমের দাম ৪৮ হাজার টাকা, কোটিতে মেলে একটি! রয়েছে বিশেষ গুণ

বাংলা হান্ট ডেস্ক: প্রিয় খাবারের তালিকায় ডিমের বিভিন্ন পদগুলিকে পছন্দ করেন সকলেই। এমতাবস্থায়, ডিম (Egg) অত্যন্ত সহজলভ্য হওয়ায় এগুলির চাহিদাও থাকে বেশি। পাশাপাশি, বাজারে একটি ডিমের দাম খুব বেশি হলে ১০ থেকে ১৫ টাকার মধ্যেই থাকে। কিন্তু, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি ডিমের প্রসঙ্গ উপস্থাপিত করব যেটির দাম শুনলে কার্যত ভিরমি খাবেন সবাই। কারণ, ইতিমধ্যেই ওই ডিমটির মূল্য নির্ধারিত হয়েছে প্রায় ৪৮ হাজার টাকা। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু একদমই সত্যি। মূলত, যুক্তরাজ্য থেকে এইরকম একটি ঘটনা সামনে এসেছে।

এক পরিবার নিখুঁত গোলাকার ডিম খুঁজে পান: জানা গিয়েছে একটি পরিবারের পোষা মুরগি নিখুঁতভাবে গোলাকার একটি ডিম পেড়েছে। এমনকি, ওই ডিম “কোটিতে একটি” হিসেবে বিবেচিত হয়েছে। এখন, এই অনন্য ডিমটি বিক্রি করেই ৫০০ পাউন্ড (৪৮,০০০ টাকা) পাওয়া যাবে। মূলত, ওই পরিবার যখন প্রথম এই গোলাকার ডিম খুঁজে পেয়েছিলেন তখন স্বাভাবিকভাবেই সবাই অবাক হয়ে যান।

জানা গিয়েছে, অ্যানাবেল মুলকাহি নামের এক মহিলা প্রথম এই ঘটনাটি পরিলক্ষিত করেন। মূলত, অ্যানাবেল গত ২০ বছর যাবৎ বিভিন্ন জায়গা থেকে উদ্ধারকৃত মুরগি পালন করে আসছেন। এমনকি, ওয়েস্ট অক্সফোর্ডশায়ারে তাঁর সন্তান এবং পরিবারের বাকি সদস্যরাও পাখি উদ্ধারের কাজে সহায়তা করেন। এমতাবস্থায়, টুইনস্কি নামে একটি মুরগি ওই নিখুঁত গোলাকার ডিমটি পাড়ে। জানিয়ে রাখি যে, অ্যানাবেলের এক কন্যা এই মুরগির নাম রাখে টুইনস্কি।

এদিকে, অ্যানাবেল এই অস্বাভাবিক চেহারার ডিমটি খুঁজে পাওয়ার পরে, গুগল মারফত জানতে পারেন যে, এই ডিমটি সত্যিই “কোটির মধ্যে একটি”। অর্থাৎ, ঘটনাটি অত্যন্ত বিরল। তাঁর মতে, “ডিমটি এত নিখুঁতভাবে গোলাকার যে এটি একটি মার্বেলের মতো টেবিলে গড়িয়ে যেতে পারে।” পাশাপাশি, তিনি আরও বলেন, “আমি এটি সম্পর্কে জানতে গুগলের সাহায্য নিয়েছিলাম।” এমনকি তিনি ওই বিরল ডিমটিকে সাধারণ ডিমের সাথে রেখেও পার্থক্য নিরুপন করেন।

eggg 62f3992c2e625 1

ডিমটি ইতিমধ্যেই eBay-তে তালিকাভুক্ত হয়েছে: অ্যানাবেল জানিয়েছেন যে তিনি অবশ্যই এটি খেয়ে ফেলবেন না। পরিবর্তে এটি বিক্রি করতে চান। যাতে তিনি আরও মুরগি উদ্ধার করতে পারেন। এমতাবস্থায়, ইতিমধ্যেই ওই ডিমটি অনলাইন বিপণন সংস্থা eBay-তে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেখানেই এই ডিমের দাম ক্রমশ বাড়ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর