বাংলাহান্ট ডেস্কঃ অবসর নিচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে (SA Bobde)। তাঁর জায়গায় নতুন বিচারপরি হচ্ছেন বিচারপতি এনভি রামানা (NV Ramana)। বিচারপতি এসএ বোবদের সুপারিশেই তাঁর জায়গায় পরবর্তী বিচারপরি হচ্ছেন এনভি রামানা।
বিচারপতি এসএ বোবদের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁর পরবর্তী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে তিনি কাকে দেখতে চান? উত্তরে- বর্তমান সময়ে বর্ষীয়ান বিচারপতিদের মধ্যে তাঁর পরেই নাম থাকা বিচারপতি এনভি রামানার নাম সুপারিশ করেন। আর সেই মতই নতুন বিচারপতিকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু হয়।
সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতির স্থলাভিষেকের সম্মতিপত্রে সিলমোহর দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind)। আগামী ২৩ শে এপ্রিল এসএ বোবদে অবসর নেবেন এবং তাঁর জায়গায় পরদিন ২৪ শে এপ্রিল শপথ নেবেন বিচারপতি এনভি রামানা।
এনভি রামানা, অন্ধ্রপ্রদেশের এক কৃষক পরিবারে ১৯৫৭ সালের ২৭ শে আগস্ট জন্মগ্রহণ করেছিলেন। প্রথমে অন্ধ্রপ্রদেশ হাই কোর্টের স্থায়ী বিচারপতি হয়েছিলেন ২০০০ সালের জুন মাসে। তারপর কিছুদিন দিল্লী হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবেও নিযুক্ত ছিলেন। পরবর্তীতে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টে প্রবেশ করে, বর্তমানে প্রধান বিচারপতির দায়িত্ব সামলাতে চলেছেন তিনি।
জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে আগামী ২০২২ সালের ২৬ শে আগস্ট পর্যন্ত নিযুক্ত থাকবেন তিনি। নিয়ম অনুযায়ী তাঁর মেয়াদ কাল এক বছর চার মাস। শীর্ষ আদালতের প্রধান বিচারপতিদের মেয়াদ কাল যা থাকে, এনভি রামানারও তাই থাকবে।