বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম Twitter কিনে নিয়েছেন বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবের ইলন মাস্ক (Elon Musk)। আর তারপর থেকেই একাধিক বিষয় নিয়ে বারংবার খবরের শিরোনামে উঠে আসছে Twitter। সম্প্রতি, সংবাদমাধ্যম দ্য ভার্জের রিপোর্টে দাবি করা হয়েছিল যে, ব্যবহারকারীদের ভেরিফায়েড অ্যাকাউন্ট প্রদানের ক্ষেত্রে টাকা চার্জ করার পরিকল্পনা নিচ্ছে সংস্থা।
সেক্ষেত্রে প্রোফাইল পেজে Blue Tick-এর জন্য প্রতি মাসে টুইটারকে টাকা দিতে হতে পারে ব্যবহারকারীদের। এমনকি, সেই টাকার পরিমানও সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইলন মাস্কের টুইটার এবার Blue Tick সাবস্ক্রিপশনের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে প্রায় ১৯.৯৯ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ১,৬০০ টাকা চার্জ করতে পারে।
এমতাবস্থায়, এই জল্পনার আবহেই ভারতীয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম কু (Koo) অ্যাপে নিজের প্রোফাইল তৈরি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে যে, বাংলা ভাষায় নিজের মতামত সমগ্ৰ রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রীর এই নতুন প্রোফাইল তৈরি করা হয়েছে।
শুধু তাই নয়, একদিকে যখন ভেরিফাইড প্রোফাইল হিসেবে ব্লু টিক বজায় রাখার জন্য টাকা নেওয়ার কথা উঠছে মাস্কের টুইটারের তরফে। অপরদিকে, ভারতীয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম কু অ্যাপ নির্দিষ্ট কিছু মাপকাঠির ভিত্তিতে একদম প্রথম দিন থেকেই সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দিয়ে আসছে।
এদিকে, আগামী দিনে রাজ্যের মন্ত্রিসভার একাধিক সদস্য এই অ্যাপের মাধ্যমেই রাজ্যবাসীর সাথে বাংলা ভাষার ওপর ভর করে নিজেদের মতামত শেয়ার করবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি, কু অ্যাপে প্রোফাইল রয়েছে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ ব্রায়েনেরও। এমতাবস্থায়, টুইটারের এহেন জল্পনার আবহে কু অ্যাপে যে ক্রমশ ভিড় বাড়তে পারে সেটাই অনুমান করা হচ্ছে।