সামনে থেকে হুঙ্কার দিলেও, আদতে কিন্তু চাইনিজ সেনারা অত্যন্ত দুর্বলঃ জানুন চীনাদের সত্যতা

বাংলাহান্ট ডেস্কঃ চীনা সেনা (Chinese army) যতই শক্তিশালী বলে নিজেদের মনে করুক না কেন, তারা কিন্তু আদতেও ততটা শক্তিশালী নয়। ভারতীয় সেনার (Indian army) কাছে চীনা সেনা নেহাতই বাচ্চা। ভারতের (India) কাছে প্রায় ১৪ লক্ষ সেনা রয়েছে। উল্টোদিকে ২০১৫ সাল থেকে চীন নিজদের সৈন্য সংখ্যা ক্রমশ কমিয়েই চলেছে। বর্তমানে চীনের কাছে প্রায় ১০ লক্ষেরও কম সেনা রয়েছে।

চীনের ওয়ান চাইল্ড পলিশি
১৯৭৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত চীনের ওয়ান চাইল্ড পলিশি লাগু ছিল। যার দ্বারা চীনের সিংহ ভাগ সেনা তাঁদের বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ার কারণে তারা নিজদের পরিবারের প্রতি বেশি মনোনিবেশ করতে থাকে। অর্থাৎ যুদ্ধের কঠিন পরিস্থিতিতে চীনা সৈন্যরা দেশ মায়ের কথা না ভেবে, তাঁদের পরিবারের কথা ভেবে নিজেদের জীবনের ব্যাপারে বেশি হয়ে পড়ে।

14china2

দুর্বল চীনা সেনা
১৯৭৯ সালে ভিয়েতনামের সঙ্গে যুদ্ধে হেরে যাওয়ার পর চীনের সেনা ক্রমশই আগের থেকে আরও বেশি দুর্বল হয়ে পড়ে। ধীরে ধীরে চীনের সেনার শক্তি কমতে থাকে। এমনকি চীন ১৯৭৯ সালের পর থেকে আর কোন যুদ্ধে অংশ গ্রহণই করেনি। তাই তাঁদের সেনারা আগামী দিনে কোন যুদ্ধে বাঁধলে একদিন কেন, এক ঘণ্টাও হয়ত যুদ্ধক্ষেত্রে টিকতে পারবে না।

শক্তিশালী ভারতীয় সেনা
অন্যদিকে ভারত কিন্তু কার্গিল যুদ্ধে পাকিস্তানের হাল খারাপ করে দিয়েছিল। এবং তারপর সার্জিকাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক বিভিন্ন প্রকার যুদ্ধে, এমনকি পাকিস্তানী সন্ত্রাসবাদীদের সঙ্গে লাগাতার সংঘর্ষে নিয়োজিত থাকে। কিন্তু চীন যে সেনাবলে ভারতের সঙ্গে যুদ্ধে নামতে চাইছে, তারা নিজেরাই স্বীকার করেছে, তারা বর্তমানে কোন যুদ্ধ করতে সক্ষম নয়। বেশির ভাগ সেনা তাঁদের দৈহিক গঠন নিয়ে চিন্তিত, তো আবার কেউ নেশাগ্রস্থ হয়ে পড়েছে। তাই চীন সরকার ভারতের বিরুদ্ধে যতই যুদ্ধের ডাক দিক না কেন, তারা যে কো ন যুদ্ধেই পরাজিত হবে।

hina 1

অত্যাচারিত হয় চীনা সেনারা
আবার চীনের কোন নাগরিক সেনাবাহিনীতে যোগ দিতে না চাইলে, চীন সরকার তাঁদের উপর নানা ভাবে অত্যাচার করতে থাকে। তাঁদের অন্য কোন সরকারী চাকরি, বা যে কোন রকম চাকরী থেকে বরখাস্ত করে দেয়। আবার বেশিরভাগ সেনাদের গ্রামের থেকে জোর করে ধরে নিয়ে এসে তাঁদের অল্প সময়ে প্রশিক্ষণ দিয়ে সেনাবাহিনীতে যোগদান করতে বাধ্য করে।

সম্মান পায় না চীনা সেনারা
বিশেষজ্ঞদের ধারণা, বিশ্বের মধ্যে শুধুমাত্র চীনের সেনাদেরকেই পুরো ব্রেনওয়াশ করিয়ে তাঁদের কমিউনিস্ট পার্টির সমর্থক করে তোলা হয়। কিন্তু ভারতের যেকোনো সেনার পাশে বাচ্চা থেকে বয়স্ক সকলেই কিন্তু এককথায় দাঁড়াতে রাজী থাকে। তবে চীনের নাগরিক কখনই সেনাদের সম্মনা করে না। তারা মনে করে, তাঁদের সেনা শুধুমাত্র নাগরিকদের ভয় দেখানোর জন্যই প্রশিক্ষণপ্রাপ্ত হয়।

Smita Hari

সম্পর্কিত খবর