নেপালী সেনার উর্দিতে দেখা গেল চীনা সেনাকে, সতর্কবার্তা জারী করল ভারতীয় সুরক্ষা বাহিনী

বাংলাহান্ট ডেস্কঃ ভারত (India)- চীন (China) সংঘর্ষের পরে গরীবধর থেকে চীন সীমান্ত লিপি পর্যন্ত একটি রাস্তা নির্মাণ করে নেপালও (Nepal) দারচুলা-টিঙ্কার সড়কের কাজও দ্রুতগতিতে করেছে। দৈনিক জাগরণের প্রতিবেদন থেকে জানা যায়, এই কাজে নেপালের নয়, চীনের প্রায় ৩০ জন সেনা নেপালী সেনাদের বেশ ধরে এই কাজ করছে।

ভারত নেপালের বিরোধ
ভারত চীন সমস্যার মধ্যে ভারত-নেপাল সম্পর্কেও তাঁর আঁচ পড়েছে। লিম্পিয়াদুরা-লিপুলেখ-কালাপানি অঞ্চল নিয়ে সমস্যা দানা বেঁধেছে দুই দেশের মধ্যে। পাহাড় কেটে দীর্ঘ ১৩৪ কিমি সড়ক পথ প্রস্তুতিতে নজর দিচ্ছে তারা। এই রাস্তা নির্মাণে নেপালী সেনা হাত লাগালে, চীন এই কাজে হস্তক্ষেপ করছে।

110612image

নেপালের পোশাকে চীনা সেনা
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে চীন- নেপাল যোগাযোগ বন্ধ থাকায়, ভারত সংলগ্ন রাস্তা নির্মানে ব্রতী হয় চীনা সেনা। গড়বাধর-লিপুলেক রাস্তা নির্মাণ করে, প্রতিবাদ জানিয়ে নেপাল দারচুলা-টিঙ্কার সড়কের কাজ শুরু করে। এই কাজের জন্য পালপা, লামারী, বুন্দি এবং গ্যাব্রিয়াংয়ের স্থানীয় লোকেরা প্রায়শই ভারতীয় অঞ্চলে আসছেন। কিন্তু নেপালী সেনাদের মধ্যে চাইনিজ সেনার আচরণের মিল পায় স্থানীয় বাসিন্দারা। এই সেনাদের অঙ্গভঙ্গি এবং দৈহিক গঠন অনেকটা চীনা সেনাদের মতো বলে তারা মনে করে। এই খবর প্রকাশিত হওয়ায় পর থেকেই সেখানে ভারতীয় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়।

বিরোধীতা ভারতের
নেপালী সেনাদের পোশাক পরে উত্তরাখণ্ডের পিঠোরাগড় এলাকায় ঢুকে যায় চীনা সেনা। নেপালকে সামনে রেখে ভারতের সঙ্গে সংঘর্ষে সামিল হয় চীন। চীনের উস্কানিতে কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরা সহ বিরাট এলাকা নেপাল তাঁদের বলে দাবী জানায়। কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালের এই পেশ করা মানচিত্র গ্রহণ করবে না ভারত। এটি সম্পূর্ণ একতরফা। ভারত নিশ্চিয়ই এর বিরোধিতা করবে।

Smita Hari

সম্পর্কিত খবর