IPL-এর নতুন স্পনসর Dream 11-এর সঙ্গেও যোগ রয়েছে চীনা সংস্থার

বাংলাহান্ট ডেস্কঃ জুন মাসে ভারতীয় সেনার উপর চীনের লাল ফৌজের কাপুরুষের মতো আক্রমণের কারণে দেশজুড়ে চীনা পণ্য বয়কট এর দাবি উঠেছিল। আর সেই কারণেই এবারের আইপিএল থেকে চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো কে সরিয়ে দিতে বাধ্য হয় বিসিসিআই। তবে ভিভোর পরিবর্তে যে সংস্থাকে এবারের আইপিএলে টাইটেল স্পনসর হিসেবে নেওয়া হয়েছে তার সঙ্গেও নাকি চীনের যোগাযোগ রয়েছে। এমন চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে এসেছে।

গতকাল বিসিসিআই এর তরফে ঘোষণা করা হয়েছে এবারের আইপিএলের টাইটেল স্পনসর হল ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেন। আর এই ড্রিম ইলেভেনের সঙ্গে যোগাযোগ রয়েছে চীনা সংস্থার। এমনই চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে আসার পর থেকেই কার্যত চাপে পড়ে গিয়েছে বিসিসিআই।

1400658472dfbbabc3497c6e582e1129dd1b12f8fbe0a1e3ee49cd516ce4d93ce949d33ad

হর্ষ জৈন এবং ভবিত শেঠ নামে দুজন ব্যক্তি 2008 সালে ড্রিম ইলেভেন নামক এই ফ্যান্টাসি গেমিং অ্যাপটি তৈরি করেন। তবে সেই সময় একটি অ্যাপটি এতটা জনপ্রিয় ছিল না। তারপর 2018 সালে চিনা গেমিং সংস্থা টেনসেন্ট এই সংস্থাটিতে 10 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে। সেই বছরই ড্রিম ইলেভেনের বার্ষিক আয় একধাক্কায় তিনগুণ বেড়ে যায়। তারপর সেই বছরই ডালপালা মেলতে শুরু করে এবং ধীরে ধীরে সারা বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এই অ্যাপটি। আর এবার আইপিএলের টাইটেল স্পনসর হিসেবে যোগদান করল ড্রিম ইলেভেন। আর তারপরই এক সর্বভারতীয় সংবাদমাধ্যম এই অ্যাপের সাথে চাইনিজ যোগের কথা প্রকাশ্যে আনে।


Udayan Biswas

সম্পর্কিত খবর