বিজেপিকে কোণঠাসা করতে গিয়ে বিপাকে কংগ্রেস, জাপানের প্রধানমন্ত্রীকে বলল চীনা রাষ্ট্রপতি

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান দিনে ভারত (India) চীনের (China) সাপে নেউলে সম্পর্ক। সীমান্ত এলাকায় অযাচিতভাবে জমি দখল থেকে শুরু করে ভারতীয় সেনার উপর হামলা, সবকিছু নিয়ে ভারত সরকার ক্ষিপ্ত মেজাজেই রয়েছে চীনের উপর। আবার চীনের এই আচরনের সঙ্গে আগে থেকেই যুক্ত ছিল করোনা ভাইরাস, তাই বর্তমানে গোটা বিশ্বে কোণঠাসা হয়েছে চীন।

হাসির রসদ জোগাল কংগ্রেস
দেশে বাইরের বিবাদের মত, দেশের ভেতরে রাজনৈতিক তর্জা কিন্তু লেগেই রয়েছে। কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি (Bharatiya Janata Party) দলকে সর্বদাই নিচু প্রমাণ করতে চায় বিরোধী দলগুলি। এরই মধ্যে কংগ্রেস বিজেপিকে কোণঠাসা করতে গিয়ে নিজেরাই পড়ল চরম বিপাকে। সম্প্রতি কংগ্রেসের অফিসিয়াল পেজ থেকে একটি ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতে গিয়ে উল্টে নিজেরাই হাসির খোরাকে পরিণত হয়েছে।

কংগ্রেসের অফিসিয়াল পেজের ট্যুইট
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra modi) সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিনজে আবের (Shinzō Abe) একটি হাসিমুখের ছবি পোস্ট করে লেখা হয়, ‘যে চীন ভারতের জমি অন্যায়ভাবে অধিগ্রহণ করছে, তাঁদের সাথেই বিজেপি বন্ধুত্বের প্রকাশ ঘটাচ্ছে’। এমনকি নীচে ক্যাপশনে লেখা হয়, ‘বিজেপির প্রচারের জন্য চীনা কোম্পানিগুলিকে মোটা অর্থ দেওয়া হয়েছে’।

ডিলিট করা হয় পোস্ট
বিজেপিকে টার্গেট করার চক্করে পড়ে জাপানের প্রধানমন্ত্রীকে চীনা রাষ্ট্রপতি ভেবে একটি আক্রমণ করতে শুরু করেছিল কংগ্রেস। কিন্তু ছবিতে থাকা মানুষটি আসলে কে, তা নিয়ে জল্পনা শুরু হলে, তড়িঘড়ি পোস্টটি ডিলিট করা হয়।

X