এক থাপ্পড়েই হলেন বদলি! কঙ্গনাকে চড় মারা CISF কনস্টেবলের হল ট্রান্সফার, পাঠানো হল কোথায়?

   

বাংলা হান্ট ডেস্ক: সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut) থাপ্পড় মারা মহিলা কনস্টেবল কুলবিন্দর কৌরকে এবার বদলি করা হল। এমনিতেই, ওই ঘটনার পর কুলবিন্দরকে সাসপেন্ড করা হয়। তবে, এবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টে অনুসারে জানা গিয়েছে যে, কঙ্গনাকে (Kangana Ranaut) থাপ্পড় মারার ঘটনার পর সিআইএসএফ কনস্টেবল কুলবিন্দর কৌরকে এবার বেঙ্গালুরুতে বদলি করা হয়েছে।

 ওই কনস্টেবলের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত ৬ জুন চণ্ডীগড়ের শহীদ ভগত সিং আন্তর্জাতিক বিমানবন্দরে কঙ্গনাকে চড় মারার ঘটনার পরে, সিআইএসএফ কনস্টেবল কুলবিন্দর কৌরকে সাসপেন্ড করা হয় এবং তাঁর বিরুদ্ধে উচ্চ আধিকারিকদের তত্বাবধানে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়। তৈরি হয় তদন্ত কমিটিও। এই ঘটনার পর বিমানবন্দর থানায় কুলবিন্দর কৌরের বিরুদ্ধে হামলার মামলাও দায়ের করা হয়।

The CISF constable who slapped Kangana was transferred.

এখনও থাকবেন সাসপেন্ড: সংবাদ সংস্থা ANI-এর রিপোর্ট অনুসারে, সিআইএসএফ স্পষ্ট করে দিয়েছে যে কনস্টেবল কুলবিন্দর কৌর এখনও সাসপেন্ড থাকবেন এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এখনও চলবে।

আরও পড়ুন: আম্বানির ২৮ টাকার এই শেয়ারেই টাকার বৃষ্টি ঘটছে বিনিয়োগকারীদের, আপনিও হয়ে যাবেন মালামাল

কঙ্গনার বক্তব্যে ক্ষুব্ধ হন ওই কনস্টেবল: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মান্ডির লোকসভা সাংসদ কঙ্গনা রানাউত গত ৫ জুন চণ্ডীগড় থেকে দিল্লি আসছিলেন। সেই সময়ে বিমানবন্দরে এই ঘটনা ঘটে। সিআইএসএফ কনস্টেবল কুলবিন্দর কৌর অভিযোগ করেছিলেন যে তিনি কৃষকদের বিষয়ে কঙ্গনা রানাউতের বক্তব্যে ক্ষুব্ধ ছিলেন। এই ঘটনার পর অভিনেত্রী কঙ্গনা রানাউত একটি ভিডিও বার্তা প্রকাশ করে জানান যে, ওই কনস্টেবল তাঁকে চড় মেরেছেন। তিনি পাঞ্জাবের আইনশৃঙ্খলা নিয়ে একটি বিতর্কিত বক্তব্যও জানান। যেটি রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলি নিন্দা করেছিল।

আরও পড়ুন: Bajaj করে দেখাল কামাল! ভারতে লঞ্চ হতে চলেছে বিশ্বের প্রথম CNG বাইক, চমকে দেবে ফিচার্স

এদিকে, ওই থাপ্পড়ের ঘটনার পরে, সিআইএসএফ কনস্টেবল কুলবিন্দর কৌর বলেছিলেন যে, “কঙ্গনা রানাউত একটি বিবৃতি দিয়েছিলেন যে কৃষকরা সেখানে (কৃষকদের আন্দোলনে) ১০০ টাকার জন্য বসে আছে। তিনি কি সেখানে গিয়ে বসবেন? কঙ্গনা যখন এই বিবৃতি দিয়েছিলেন আমার মা তখন সেখানে বসে ছিলেন।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর