বাংলা হান্ট ডেস্ক : ‘যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করেছ তুমি কি বেসেছ ভালো।’ না সত্যি হয়তো ঈশ্বর কাউকে ক্ষমা করেননি, তাই তো উপহারস্বরূপ আমরা পাচ্ছি গ্লোবাল ওয়ার্মিং, (Global Worming) করোনার মত মহামারী। দিনে দিনে বিভিন্ন শহর তো বটেই, দেশও থাকার অনুপযোক্ত হয়ে উঠেছে। দিল্লি (Delhi), নিউইয়র্কের (Newyork) মত বড় শহরগুলিতে নিঃশ্বাস নেওয়া আর হিটলারের গ্যাসচেম্বারে নিঃশ্বাস নেওয়া প্রায় সমতুল্য।
সমীক্ষা অনুযায়ী, শহরে থাকলে ফুসফুস ক্যান্সারের হার বাড়বেই। কারণ শহরের দূষিত হাওয়া (Polluted Air) আমাদের শরীরের মধ্যে মারাত্মক ক্ষতি সাধন করছে। আর এই দূষণের প্রতিযোগিতায় ঠিক কোন কোন দেশ রেকর্ড গড়েছে জানেন? সম্প্রতি ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক (World Of Statistics) নামক একটি টুইটার অ্যাকাউন্ট একটি সমীক্ষা চালিয়েছে। এবং সেখানে যে তথ্য সামনে উঠে এসেছে তা সত্যিই ভয়ানক।
Worst air quality and pollution city ranking:
1. 🇿🇦 Johannesburg
2. 🇮🇳 Kolkata
3. 🇧🇩 Dhaka
4. 🇵🇰 Lahore
5. 🇮🇩 Jakarta
6. 🇨🇱 Santiago
7. 🇦🇪 Dubai
8. 🇬🇭 Accra
9. 🇵🇰 Karachi
10. 🇨🇳 Beijing
.
11. 🇺🇸 Minneapolis
12. 🇮🇳 Delhi
13. 🇵🇪 Lima
16. 🇺🇸 Chicago
21. 🇨🇳 Shanghai
22. 🇶🇦…— World of Statistics (@stats_feed) August 9, 2023
এই সমীক্ষায় দেখা যাচ্ছে, পৃথিবীর সবচেয়ে দূষিত হাওয়া হচ্ছে সাউথ আফ্রিকার বড় শহর জোহাসেনবার্গের। জোহাসেনবার্গকে প্রথম নাম্বারে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলার কোন কারণ নেই কিন্তু। কারণ দ্বিতীয় নাম্বারেই রয়েছে ভারতেরই (India) একটি বড় শহর। এখন আপনারা যদি মনে মনে রাজধানী দিল্লির ম্যাপ আঁকছেন তাহলে কিন্তু ভুল। এটি হল একেবারে পশ্চিমবঙ্গের প্রাণকেন্দ্র ‘কলকাতা’ (Kolkata)।
যদিও ‘ফ্যাক্ট প্রো’ নামের একটি সংস্থা বলছে দূষণ তালিকায় কলকাতার স্থান অষ্টম। অর্থাৎ কলকাতার দূষণের হার নিয়ে খানিকটা দ্বিমত থাকলেও দুই জায়গাতেই খুব একটা ভালো পজিশনে নেই তিলোত্তমা নগরী। যদিও কলকাতায় শিল্প, বাণিজ্য বিশেষ কিছু নেই তা সত্ত্বেও দূষণের এই হার দেখে কপালে চিন্তার ভাঁজ বিশেষজ্ঞদের। ঠিক কী কারণে নষ্ট হচ্ছে কলকাতার বাতাস? প্রশ্ন তো উঠছেই।
এদিকে খুব একটা ভালো স্থানে নেই পড়শীদেশ ঢাকাও। ‘ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক’ বলছে দূষণ প্রতিযোগিতায় ঢাকা তৃতীয় স্থান অর্জন করেছে তো ‘ফ্যাক্ট প্রো’ বলছে ঢাকা আছে দ্বিতীয় স্থানে। অবস্থা খারাপ আরেক পড়শীর-ও। পৃথিবীর সবচেয়ে দূষিত হাওয়ার ঢেউ বইছে লাহোরেও। ‘ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক’-র রিপোর্ট অনুযায়ী দূষণ তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দেশটি।
Worst to best air quality cities (AQI score):
1. 🇿🇦 Johannesburg, South Africa (152)
2. 🇧🇩 Dhaka, Bangladesh (121)
3. 🇵🇰 Lahore, Pakistan (121)
4. 🇮🇩 Jakarta, Indonesia (114)
5. 🇨🇱 Santiago, Chile (108)
6. 🇦🇪 Dubai, United Arab Emirates (108)
7. 🇬🇭 Accra, Ghana (102)
8. 🇵🇰…— Fact Protocol (@FactProtocol) August 9, 2023
খারাপ অবস্থা বেজিং, সান্টিয়াগো, দুবাই, দিল্লি, করাচির মত বড় শহরগুলিরও। বিশেষজ্ঞদের মতে, ইন্ডাস্ট্রিয়াল শহর গুলিতেই দূষণের হার বেড়েছে। এবং সেই সব দেশের বাতাস অনেকটাই ভালো যাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং মূলত ইমপোর্টের উপর ভরসা করে চলে। এই দেশগুলি তাদের ম্যানুফ্যাকচারিং মূলত ভারত ও চিন সহ বিভিন্ন আশিয়ান দেশে করিয়ে থাকে। তবে সেভাবে শিল্প না থাকা সত্বেও কলকাতা যে এতটা উপরে উঠে আসবে তা সত্যিই কল্পনাতীত।