এই মুহূর্তে বিশ্বজুড়ে করোনা ভাইরাস ব্যাপক প্রভাব ফেলেছে। করোনার কারণে এই মুহূর্তে বিশ্বজুড়ে মৃত্যু মিছিল সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে কলকাতায় আটকে থাকা মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ফুটবলারদের দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করেছিল ভারতে থাকা স্পেনের দূতাবাস। কিন্তু দেশে ফিরে যাওয়ার শেষ বিমানটি মিস করে এই মুহূর্তে বাড়ির লোকজনের কথা ভেবে মনখারাপ দুই প্রধানের কোচ এবং ফুটবলারদের।
দুই প্রধানের কোচ এবং ফুটবলাররা এই মুহূর্তে ফেডারেশনের দিকে তাকিয়ে দেশে ফিরে যেতে পারলেন না কারন এই মুহূর্তে আইলিগ স্থগিত হয়ে রয়েছে। আইলিগ আবার কবে শুরু হবে? আধেও কি শুরু হবে? সেই ব্যাপারে পরিস্কার ভাবে কোনো সিদ্ধান্ত নেই নি ফেডারেশন। সেই কারণে এখনও পর্যন্ত চুক্তি থাকার কারনে তারা এই মুহূর্তে দেশে ফিরে যেতে পারলেন না।
দেশে ফিরে যেতে না পেরে মোহনবাগান কোচ কিবু ভিকুনা জানিয়েছেন আমার পরিবারে এই মুহূর্তে বেশ কয়েক জনের বয়স ষাট থেকে সত্তর বছরের মধ্যে রয়েছে তাদের জন্য আমার বেশি চিন্তা হচ্ছে। ইস্টবেঙ্গল কোচ মারিয়ো বলেছেন আমার পরিবার এই মুহূর্তে গৃহবন্দি অবস্থায় রয়েছে। আমার মা এবং স্ত্রী-র জন্য খুব চিন্তা হচ্ছে। এছাড়াও এই মুহূর্তে দুই প্রধানের ফুটবলারদেরও মন ভালো নেই। এক মোহনবাগান কর্তা জানিয়েছেন আমরা এই মুহূর্তে ফেডারেশনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে, ফেডারেশনের সিদ্ধান্ত জানার পরেই ফুটবলারদের বকেয়া মিটিয়ে তাদের দ্রুত দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করবো।