করোনা লড়াইতে এগিয়ে আসছে রাজ্যের কলেজগুলিও, আর্থিক অনুদান দিল সুরেন্দ্রনাথ কলেজ

বাংলাহান্ট ডেস্কঃ ভারতে (India) লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা। চীনের উহান শহর ছাড়িয়ে মারণরোগ করোনা ভাইরাস সমগ্র বিশ্বের ২০০ টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। এই রোগের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। ভারতে এখনও অবধি আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছারিয়ে গেছে। এবং মৃতের সংখ্যা ৮৬। করোনার হাত থেকে দেশবাসীকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৪ ই এপ্রিল অবধি দেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন।

256a7af9 6669 406f 837c ff5ad05c247a 630x420 1

দেশের এই সংকটজনক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ত্রাণ তহবিলের আয়োজন করেছেন। লকডাউনের সময়ে যাতে দরিদ্র মানুষদের খাবারের যাতে কোন সমস্যা না হয় এবং দেশ জুড়ে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার প্রয়োজনে এই ত্রাণ তহবিলের আয়োজন করা হয়েছে। এই ত্রাণ তহবিলে সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা অর্থ সাহায্য করে চলেছেন। এবার এই তালিকায় অন্তর্ভুক্ত হল কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ (Surendranath College)।

Surendranath Law College 03

করোনা ভাইরাসের সংক্রমণের প্রথম দিকে একবার এই কলেজ নিজেদের কেমিস্ট্রি বিভাগের সহাওতায় বানিয়ে ছিলেন হ্যান্ড স্যানেটাইজার। প্রায় ৪০০ বোতল হ্যান্ড স্যানেটাইজার বানিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল এই কলেজ। ১৮৮৪ সালে জাতীয়তাবাদী নেতা স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই কলেজের প্রতিষ্ঠাতা। শিয়ালদহে উপস্থিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এই কলেজের চারটি ভাগ রয়েছে। যথা- সুরেন্দ্রনাথ কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ ফর ওমেন, সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ এবং সুরেন্দ্রনাথ ল কলেজ।

outbreak coronavirus world

রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এবার এই সুরেন্দ্রনাথ গ্রুফ অফ কলেজের তরফ থেকে দেওয়া হল মোট ৪ লক্ষ টাকা আর্থিক অনুদান। যার মধ্যে সুরেন্দ্রনাথ কলেজ থেকে ২ লক্ষ টাকা, সুরেন্দ্রনাথ কলেজ ফর ওমেনের তরফ থেকে ১ লক্ষা টাকা, সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজের পক্ষ থেকে ৫০ হাজার টাকা এবং সুরেন্দ্রনাথ ল কলেজ দিল ৫০ হাজার টাকা। এই টাকা সাহায্য করবে করোনা মোকাবিলায় রাজ্যবাসীকে সুরক্ষিত রাখতে। এছাড়াও কলকাতার বিদ্যাসাগর কলেজও ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দিয়ে সাহায্য করেছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর