নীল, সাদা থেকে গেরুয়া! ভোটের আবহে বদলে গেল প্রসার ভারতীর রং! দেশজুড়ে নয়া বিতর্ক

বাংলা হান্ট ডেস্ক: দূরদর্শনের (Dooradarshan) অধীনে থাকা সরকারি চ্যানেল ডিডি নিউজ (DD News) এবার উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মূলত, ওই চ্যানেলকে লোগোর রঙে পরিবর্তনের জেরে বিরোধী দলগুলির আক্রমণের মুখে পড়তে হচ্ছে। উল্লেখ্য যে, সম্প্রতি ডিডি নিউজ তার নতুন লোগো উন্মোচন করেছে। সেখানেই নতুন লোগোর রং গেরুয়াতে পরিবর্তন করা হয়েছে। এদিকে, সরকারি চ্যানেলের লোগোতে গেরুয়া রঙের উপস্থিতির বিষয়টিই সমালোচিত হচ্ছে। অন্যদিকে, এই ব্রডকাস্টার বিষয়টিকে নিছক “ভিজ্যুয়াল নান্দনিকতার” পরিবর্তন হিসেবে উপস্থাপন করেছে। তবে, বিরোধী দলগুলির নেতারা লোকসভা নির্বাচনের ঠিক আগে এই পরিবর্তনের বাস্তবায়নের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

মঙ্গলবার থেকে পরিবর্তন আনা হয়েছে: জানিয়ে রাখি, গত মঙ্গলবার সন্ধ্যায়, ডিডি নিউজ তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা সহ তার নতুন লোগোটি পোস্ট করেছিল। চ্যানেলটি এক্স হ্যান্ডেলে লিখেছে, “আমাদের মান একই রয়ে গেছে, তবে, আমরা এখন একটি নতুন অবতারে উপলব্ধ হয়েছি। এমন একটি সংবাদ যাত্রার জন্য প্রস্তুত হন যা আগে কখনও হয়নি। একেবারে নতুন ডিডি নিউজের অভিজ্ঞতা নিন।” চ্যানেলটি আরও লিখেছে, “আমাদের সাহস আছে এটা বলার জন্য: গতির চেয়ে নির্ভুলতা, দাবির চেয়ে সত্য, সংবেদনশীলতার চেয়ে সত্য… কারণ খবরটি যদি ডিডি নিউজে থাকে তবে সেটি সত্য! ডিডি নিউজ – সত্যের ভরসা।”

টিএমসি সাংসদ কটাক্ষ করে বলেছেন “প্রচার ভারতী”: এদিকে, ইতিমধ্যেই বিষয়টির পরিপ্রেক্ষিতে টিএমসির রাজ্যসভার সাংসদ জওহর সরকার, যিনি ২০১২ থেকে ২১৪ সালের মধ্যে প্রসার ভারতীর সিইও ছিলেন, তিনি বলেন , “ন্যাশনাল ব্রডকাস্টার তার ঐতিহাসিক ফ্ল্যাগশিপ লোগোটিকে গেরুয়া রঙে পরিবর্তন করেছে। এর প্রাক্তন সিইও হিসাবে আমি উদ্বেগ ও অনুভূতির সাথে এটি দেখেছি। এটি আর প্রসার ভারতী নয়, এটি প্রচার ভারতী!”

ডিডি নিউজে জায়গা পায় না বিরোধী দলগুলি: এদিকে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে কথা বলার সময়ে, সরকার বলেন, “এটি কেবল লোগো নয়, পাবলিক ব্রডকাস্টার সম্পর্কে সবকিছুই এখন গেরুয়া। ক্ষমতাসীন দলের অনুষ্ঠানগুলি সর্বাধিক প্রচারের সময় পেলেও বিরোধী দলগুলি এখানে খুব কমই জায়গা পায়।”

আরও পড়ুন: আচমকাই প্ল্যানে পরিবর্তন! এখনই ভারতে আসছেন না মাস্ক, জানালেন কারণ

কি জানিয়েছেন বর্তমান সিইও: এদিকে, লোগোতে পরিবর্তনের পরে বিরোধীদের সমালোচনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে, প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদী ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন যে, নতুন লোগোটিতে একটি আকর্ষণীয় কমলা রঙ রয়েছে। তিনি জানান, “কয়েক মাস আগে, G-20 সামিটের আগে, আমরা ডিডি ইন্ডিয়াকে নতুন করে দিয়েছিলাম এবং সেই চ্যানেলের জন্য গ্রাফিক্সের একটি সেটের সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা ভিজুয়ালস এবং প্রযুক্তিগতভাবে ডিডি নিউজের পুনরুজ্জীবনের জন্যও কাজ করছি।”

আরও পড়ুন: নজরে চিন, এবার ভারতীয় সেনায় আসছে নয়া ডিভিশন! হবে আরও ভয়ঙ্কর

লঞ্চের সময়ও লোগোটি গেরুয়া ছিল: তিনি আরও বলেন, “উজ্জ্বল, চোখ ধাঁধানো রঙের ব্যবহার সম্পূর্ণভাবে চ্যানেলের ব্র্যান্ডিং এবং ভিজ্যুয়াল নান্দনিকতার সাথে সম্পর্কিত এবং এটির মধ্যে অন্য কারণ খুঁজে পাওয়া দুর্ভাগ্যজনক। এটি শুধুমাত্র একটি নতুন লোগো নয়, বরং সম্পূর্ণ চেহারা এবং অনুভূতির আপগ্রেড করা হয়েছে।” এদিকে, আধিকারিকরা জানিয়েছেন যে, ১৯৫৯ সালে যখন দূরদর্শন শুরু হয়েছিল, তখন এটিতে কেবল গেরুয়া রং ছিল। এরপর লোগোর জন্য নীল, হলুদ ও লালের মতো অন্যান্য রং আনা হয়।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর