১৫ মিনিটেই আয় ১৭,৫০০ কোটি! দেশে নির্বাচনের আবহেই ধামাকা দেখাল EVM তৈরি করা কোম্পানি

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সমগ্র দেশজুড়ে (India) চলছে লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) আবহ। যার জন্য সরগরম রয়েছে সর্বত্র। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে পঞ্চম দফার ভোট। এমতাবস্থায়, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার EVM তৈরি করা কোম্পানি রীতিমতো ধামাকা দেখিয়েছে।

মূলত, মাত্র ১৫ মিনিটেই ১৭,৫০০ কোটি টাকা কামিয়ে নিয়েছে ওই সংস্থা। হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে অবাক হয়ে গেলেও এটা কিন্তু একদমই সত্যি। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করব। প্রথমেই জানিয়ে রাখি যে, লোকসভা নির্বাচনে যে EVM-এ ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে সেগুলি ECIL অর্থাৎ Electronics Corporation of India Ltd-এর সহযোগিতায় BEL তথা Bharat Electronics Ltd দ্বারা প্রস্তুত করা হয়েছে।

   

The company that makes EVMs showed a bang.

এমতাবস্থায়, শেয়ার বাজারে BEL-এর শেয়ার রকেটের গতিতে এগিয়ে চলেছে। মঙ্গলবারেই এই সংস্থার শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে ৯ শতাংশের বেশি। বোম্বে স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের শেয়ারের দাম রেকর্ড গড়ে ২৮৩.০০ টাকায় পৌঁছে যায়। যেটি এই সংস্থার ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দাম হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন: কেন সবসময় কালো পাগড়ি পরতেন রাইসি? বেশ রোমাঞ্চক কাহিনীটি

এদিকে, আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল ইতিমধ্যেই ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের মার্কেট ক্যাপেও যথেষ্ট বৃদ্ধি ঘটেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের মার্কেট ক্যাপ এবার ২ লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে। মূলত, BEL-এর শেয়ারে বৃদ্ধির কারণে এই সংস্থার মার্কেট ক্যাপ বৃদ্ধি পেয়েছে ১৭,৫০০ কোটি টাকা।

আরও পড়ুন: হয়ে যান নিশ্চিন্ত! হায়দ্রাবাদকে হেলায় হারাবে KKR, এই তথ্য সামনে আসতেই খুশি অনুরাগীরা

মোট মার্কেট ক্যাপ: প্রসঙ্গত উল্লেখ্য যে, দুপুর ১২ টা পর্যন্ত এই কোম্পানির শেয়ার দর ৬.৮২ শতাংশ বৃদ্ধি পায়। যার পরিপ্রেক্ষিতে মার্কেট ক্যাপ পৌঁছে যায় ২,০২,৩৩৪.৬৮ কোটি টাকায়। এদিকে, গত শুক্রবার ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের মার্কেট ক্যাপের পরিমাণ ছিল ১,৮৯,১১১.৭৩ কোটি টাকা। অর্থাৎ, অল্প সময়ের ব্যবধানেই এক্ষেত্রে যথেষ্ট বৃদ্ধি ঘটেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর