চরম বিপাকে মমতা! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের মাঝেই জোর বিপাকে তৃণমূল সুপ্রিমো। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারব্যবস্থাকে নিয়ে করা একাধিক মন্তব্যের ভিত্তিতে মমতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের আবেদন জানিয়েছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। এছাড়াও আলাদা করে আবেদন করেছিলেন অনিন্দ্য সুন্দর দাস এবং কৌস্তভ বাগচী। এই তিনটি আবেদনের ভিত্তিতে এই মামলা গ্রহণ করে আদালত।

হাইকোর্টের কোন বেঞ্চ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা শুনবে তা এখনও স্থির হয় নি। এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। SSC মামলার রায়ের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর বলা একাধিক বক্তব্য এদিন হলফনামা আকারে জমা দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। হলফনামায় মুখ্যমন্ত্রীকে সাবধান করার আবেদন জানিয়েছেন প্রবীণ আইনজীবী।

এদিন বিচারপতি বলেন, “পূর্বেও মুখ্যমন্ত্রীকে সতর্ক করেছে হাইকোর্ট।” ওদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, “ওঁ (মমতা বন্দ্যোপাধ্যায়) বারংবার বিভিন্ন জায়গায় বিচারপতি, বিচার প্রক্রিয়া, বিচার ব্যবস্থাকে আক্রমণ করেছেন।”

উল্লেখ্য, সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। যার জেরে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন প্রায় ২৫৭৫৩ জন। ভোটের মাঝে আদালতের এই রায় মমতা সরকারের কাছে যে বিরাট অস্বস্তির কারণ হতে চলেছে সেই নিয়ে কোনো দ্বিধা নেই।

Koustav Bagchi writes a letter to Calcutta High Court CJI against Mamata Banerjee

আরও পড়ুন: SSC নিয়োগ দুর্নীতিতে নতুন মোড়! ভোটের মাঝেই বিরাট পদক্ষেপ CBI-র! কপাল খুলবে যোগ্যদের?

ওদিকে কলকাতা হাইকোর্টের রায়ের পরই ক্ষোভে ফুঁসে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই রায় প্রসঙ্গে একাধিক মন্তব্য করার পাশাপাশি অসন্তোষ প্রকাশ করে বুধবার মুখ্যমন্ত্রী বলেন, ‘এরা আদালত কিনে নিয়েছে। আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না। সিবিআই, বিএসএফকে কিনে নিয়েছে’। নিয়োগ বাতিলের রায়কে ‘বেআইনি’ বলেও চিহ্নিত করেছেন মুখ্যমন্ত্রী। হাইকোর্টের রায় প্রভাবিত বলে গেরুয়া শিবিরকেও তোপ দেগেছেন মমতা। এবার এই ইস্যুতেই বিপাকে তৃণমূল নেত্রী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর