১৩৯ কোটি টাকারও বেশি অনুদান পেয়েছে কংগ্রেস, জানুন কে দিয়েছে সবথেকে বেশি চাঁদা

বাংলাহান্ট ডেস্কঃ ২০১৯-২০ সালে ১৩৯ কোটি টাকার বেশি অনুদান পেয়ছে কংগ্রেস (Indian National Congress)। সবথেকে বেশি অনুদান দিয়েছেন কপিল সিব্বল (Kapil Sibal)। দলের কোষাগারে ৩ কোটি টাকা অনুদান দিয়েছেন তিনি। ২০১৯-২০ সালের কংগ্রেসের তরফ থেকে যে রিপোর্ট পেশ করা হয়েছে, সেখানে এরকমই একটি হিসেব দেখানো হয়েছে।

208507 kapil

জানা গিয়েছে, ২০১৯ সালের ১ লা এপ্রিল থেকে ২০২০ সালের ৩১ শে মার্চ অবধি কংগ্রেসের ভাণ্ডারে অনুদান দিয়েছেন অনেকেই। যার মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দিয়েছেন ১০৮০০০ টাকা। কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী দিয়েছেন ৫০০০০ টাকা এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী দিয়েছেন ৫৪০০০ টাকা।

সম্প্রতিদিনে কৃষক আন্দোলনে কৃষকদের পক্ষে থেকে কেন্দ্র সরকারের বিরোধিতা করা চলেছে কংগ্রেস। এরই মধ্যে আবার দিল্লী কংগ্রেস দাবি জানিয়েছে, সাংসদ তথা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে আবারও সভাপতি পদে নিযুক্ত করা হোক। বর্তমান সময়ে কংগ্রেসের সভাপতি পদে রয়েছেন সোনিয়া গান্ধী। তবে রাহুল গান্ধীকে আবারও দলের সভাপতি করার জন্য একটি প্রস্তাবও পাস করা হয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর