বাংলাহান্ট ডেস্কঃ সুন্নি কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডের ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের পক্ষ থেকে অযোধ্যার (ayodhya) ধনিপুরে নির্মিত মসজিদের নকশা প্রকাশ করা হয়েছে। সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে, ট্রাস্টের তরফ থেকে অযোধ্যার মসজিদের যে নকশা প্রকাশ করা হয়েছে, সেখানে মসজিদে কোন গম্বুজ থাকছে না। ডিম্বাকৃতিতে মসজিদের নকশা তৈরি করা হয়েছে।
এই মসজিদের নকশা তৈরির বৈঠকে শনিবার ফাউন্ডেশনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। তবে যারা উপস্থিত হতে পারেননি, তারা ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন। এই বৈঠকে আলোচিত হয়- মসজিদের শুভ উদ্বোধন কবে এবং কার হাত দিয়ে হবে, কিভাবে নির্মাণ কাজ এগোবে, কমিউনিটি কিচেন, মিউজিয়াম, রিসার্চ সেন্টার কিভাবে তৈরি করা হবে, সব বিষয়েই আলোচনা করা হয়।
ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন এই মসজিদ নির্মাণের দেখভালের দায়িত্বে রয়েছে। এই মসজিদের এলাকার মধ্যে মাল্টি স্পেশালিটি হসপিটাল, সার্বজনিক ভোজনালয় এমনকি উন্নতমানের লাইব্রেরীও থাকছে। জানা গিয়েছে, এই ৫ একর জমির মাঝখানে ৩০০ বেড বিশিষ্ট একটি হাসপাতাল থাকবে। পাশাপাশি নির্মিত মসজিদে একসঙ্গে ২ হাজার মানুষ বসে নামাজ পড়ারও সুব্যবস্থা থাকছে।
সুন্নি কেন্দ্রীয় ওয়াকফ বোর্ড জানিয়েছে, খুব শীঘ্রই এই মসজিদ নির্মাণের কাজ শুরু করা হবি। ভূমি পূজনের পরই শুরু হবে মসজিদ নির্মাণের কাজ। আগামী ২০২১ সালের ২৬ শে জানুয়ারি থেকে এই কাজ শুরু করা হবে বলেও জানা গিয়েছে।