বুক হিম করে দেবে সন্ত্রাসের নৃশংস রূপ, বিতর্কের ডোজ কয়েক গুণ বাড়িয়ে প্রকাশ পেল ‘৭২ হুরেঁ’র প্রথম ঝলক

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের অপর নাম এখন হয়ে উঠেছে বিতর্ক। পরপর যে ছবিগুলি মুক্তি পাচ্ছে সবকটিই অদ্ভূত ভাবে জড়িয়ে পড়ছে বিতর্কে। সে ‘দ্য কেরালা স্টোরি’ই হোক বা ‘আদিপুরুষ’। এবার পালা ‘৭২ হুরেঁ’র (72 Hoorain)। বুধবার, ২৮ জুন প্রকাশ্যে এল ছবির ট্রেলার। কিন্তু সেন্সর বোর্ডের সার্টিফিকেট আদায় করতে পারেনি ট্রেলারটি।

মৃত্যুর পর জন্নতে গিয়ে ৭২ জন কুমারী মেয়ে ওরফে হুরের সান্নিধ্য লাভের স্বপ্ন দেখিয়ে মগজধোলাই করার মতো বিতর্কিত বিষয় উঠে এসেছে ছবির ট্রেলারে। পরকালের আরাম আয়েশের কথা বলে সন্ত্রাসবাদের পথে চালিত করার অভিযোগকে ঘিরেই ৭২ হুরেঁর কাহিনি।

72 hoorain

ছবির ট্রেলারের জন্য সেন্সর বোর্ডের সার্টিফিকেট পাননি নির্মাতারা। এ বিষয়ে ছবির সহ প্রযোজক অশোক পণ্ডিত বলেন, সেন্সর বোর্ডের এমন সিদ্ধান্তের কারণ তিনি জানেন না। ট্রেলারের জন্য ছাড়পত্র না দেওয়ার কারণ জানতে চেয়েছেন তিনি বোর্ডের কাছে। পাশাপাশি তিনি এও বলেছেন, প্যানেলের তরফে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে যেন ক্ষমা চেয়ে নেওয়া হয়।

অদ্ভূত ভাবে ছবিটিকে কিন্তু ছাড়পত্র দেওয়া হয়েছে সেন্সর বোর্ডের তরফে। কিন্তু ট্রেলারের ক্ষেত্রেই আপত্তি প্রকাশ করেছেন তারা। এহেন আপত্তির কারণ বুঝতে পারছেন না ছবি নির্মাতারা। অশোক পণ্ডিত বলেন, ট্রেলারে যে দৃশ্যগুলি রয়েছে মূল ছবিতেও সেই একই দৃশ্য রয়েছে। তাহলে ছবিতে ছাড়পত্র দিয়ে ট্রেলারে কাটছাঁট করার নির্দেশ কেন?

এখানেই না থেমে সেন্সর বোর্ডের কাছে কৈফিয়ত চেয়েছেন অশোক পণ্ডিত। ট্রেলারকে ছাড়পত্র না দেওয়ার কারণ কী সেটা জানাতে হবে, দাবি সহ প্রযোজকের। সেই সঙ্গে সেন্সর বোর্ডের কাছে ক্ষমা প্রার্থনার দাবিও করেছেন তিনি।

উল্লেখ্য, আগামী ৭ জুলাই মুক্তি পাওয়ার কথা ‘৭২ হুরেঁ’র। ছবিতে দেখা যাবে পবন মালহোত্রা এবং আমির বশিরকে। ৭২ হুরেঁ ছবিটির পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক সঞ্জয় পূরণ সিং চৌহান।

Niranjana Nag

সম্পর্কিত খবর