অক্টোবর মাসে দেওয়া হবে করোনা ভ্যাকসিন, প্রথম পাবেন চিকিৎসক ও শিক্ষকরাঃ ঘোষণা রুশের

Published On:

Bangla Hunt ডেস্কঃ গোটা বিশ্ব জুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মধ্যে রাশিয়া (Russia) দিল এক বিরাট সুখবর। সমগ্র বিশ্বের বিজ্ঞানীরা এক হয়ে উঠে পড়ে লেগেছে এই মহামারি করোনা ভাইরাসের সঠিক প্রতিষেধক আবিষ্কারের লক্ষ্যে। এই দৌড়ে কিছুটা হলেও এগিয়ে রয়েছে রাশিয়া।

রাশিয়ার ভ্যাকসিন
রাশিয়া জানিয়েছে, আগামী অক্টোবর মাস থেকেই করোনা ভাইরাসের ভ্যাকসিন সকল মানুষের মধ্যে প্রয়োগ করা হবে। মূলত রাশিয়াই প্রথম দেশ, যারা করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের তালিকার একেবারে শীর্ষে রয়েছে। সেইসঙ্গে তাঁদের তৈরি ভ্যাকসিন সকলের মধ্যে ভাগ করেও নিতে চাইছে।

খুব শীঘ্রই দেওয়া হবে এই ভ্যাকসিন
রবিবার এক সাংবাদিক সম্মেলনে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো (Mikhail Murashko) জানিয়েছেন, ‘গামালয় ইন্সটিটিউট করোনার ভ্যাকসিনের সমস্ত ট্রায়াল সম্পন্ন করেছে। যার ফলাফলও আশাজনক এসেছে। অক্টোবর থেকেই এই ভ্যাকসিন গণ টিকাকরণ করা হবে। প্রথমে চিকিৎসক এবং শিক্ষকদের দেওয়া হবে। তারপর আসতে আসতে সকলেই দেওয়া হবে।

ব্যবহার করবে না আমেরিকা
রাশিয়ার এই ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে আমেরিকার করোনা বিশেষজ্ঞ অ্যান্টনি ফসসি জানিয়েছেন, ‘আমরা চীন বা রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন ব্যবহার করতে পারব না। কারণ আমাদের এখানকার নিয়মের সাথে ওখানকার অনেক নিয়মের তফাত আছে। রাশিয়ার আবিস্কৃত এই ভ্যাকসিন আমদের সিস্টেমে পাস নাও করতে পারে। আমি আশা করব, চীন এবং রাশিয়া এই রোগের গুরুত্ব বুঝে দ্রুত প্রতিষেধক আবিষ্কারের লক্ষ্যে সমস্ত ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করবে’।

বিশেষত বিজ্ঞানীরা এবং গবেষকরা জানিয়েছিলেন, কোন ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করতে কমপক্ষে ১ বছর সময় লাগে। কিন্তু এক্ষেত্রে অল্প সময়ে রাশিয়ার এই ভ্যাকসিন আবিষ্কারের ফলে অনেকে মনে করছেন, বিশ্বের সেরা ও শক্তিশালী দেশ হিসাবে নিজেদের প্রতিষ্ঠার লক্ষ্যে এগোচ্ছে।

X