করোনার জেরে ক্রিকেটের নিয়মে ব্যাপক কড়াকড়ি; এই পরিস্থিতিতে ক্রিকেট ছাড়ার কথা ভাবছেন ওয়ার্নার।

করোনা ভাইরাসের জেরে বিশ্বজুড়ে দীর্ঘদিন লকডাউন চলছিল। সেই সময় সকলেই বাড়িতে বসে ছিলেন। তবে লকডাউনের সময়টা ভালো হবে কাটিয়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। নিজের কন্যাদের এবং স্ত্রীকে নিয়ে একের পর এক মজাদার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন ওয়ার্নার। এছাড়া লকডাউনের সময় অনেক টিকটক ভিডিও আপলোড করে তার সমর্থকদের মনোরঞ্জন করেছেন ওয়ার্নার।

সাধারণত ওয়ার্নার কে দেখা গিয়েছে তিনি তার পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন। তিনি যেখানেই খেলতে যান নিজের তিন কন্যা সন্তান এবং স্ত্রীকে নিয়ে যান। মাঠের মধ্যেও তার কন্যাদের এবং স্ত্রীকে দেখা গিয়েছে বহুবার। তবে করোনা পরবর্তী সময়ে বাইশগজে অনেক পরিবর্তন এসেছে। এবার থেকে ক্রিকেট খেলা হবে সম্পূর্ণ বায়ো সিকিয়র পরিবেশে। সেখানে ক্রিকেটাররা ছাড়া তার পরিবারের কোনো সদস্যকে রাখা যাবে না। এর ফলে এবার থেকে কোথাও খেলতে গেলে নিজের স্ত্রী এবং কন্যাদের ছাড়াই খেলতে যেতে হবে ওয়ার্নারকে। সেই কারণে ওয়ার্নার জানিয়েছেন আমি চরম সিদ্ধান্ত নিতেও প্রস্তুত।

124685589a2d78176fcb70ac9e194be2f0234990f923fbc2b0c11dd184c4c5d085f6625c0

এই প্রসঙ্গে ওয়ার্নার বলেছেন কয়েক দিন পরেই আমরা ইংল্যান্ড সফরে যাচ্ছি। তারপর আইপিএল খেলার জন্য দীর্ঘদিন ভারতে থাকতে হবে। তারপর বছরের শেষে ভারতীয় দল লম্বা সফর নিয়ে আসছে অস্ট্রেলিয়ায়। অর্থাৎ এই কয়েক মাস আমাকে পরিবারের থেকে দূরে থাকতে হবে, কিন্তু আমার তিন কন্যা এবং স্ত্রীর প্রতি আমার অনেক দায়িত্ব রয়েছে। আমার ক্যারিয়ারের অনেকটা অংশ জুড়ে রয়েছেন তারা। তাদের কথা আমাকে ভাবতে হবে অর্থাৎ ওয়ার্নারের কথায় এটা পরিষ্কার যে পরিবারের জন্য তিনি ক্রিকেট ছাড়তেও প্রস্তুত।

Udayan Biswas

সম্পর্কিত খবর