কত খরচ হল জীবনকৃষ্ণর মোবাইল খুঁজতে? টাকার অঙ্ক জানলে ভিমরি খাবেন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পুকুরে রীতিমতো চিরুনি তল্লাশি করে সিবিআই উদ্ধার করে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) মোবাইল ফোন। সিবিআই (CBI) মনে করছে এই ফোনেই লুকিয়ে রয়েছে নিয়োগ দুর্নীতির বহু তথ্য। টানা ৬৭ ঘন্টা তল্লাশির পর পুকুর থেকে উদ্ধার করা হয় জীবনকৃষ্ণ সাহার দ্বিতীয় মোবাইল ফোন। প্রথম থেকেই এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছিল চরমে।

প্রথম থেকেই সিবিআই দাবি করে আসছিল এই দুটি মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়ে জীবনকৃষ্ণ সাহা ডিজিটাল এভিডেন্স নষ্ট করতে চাইছেন।তদন্তকারীদের জেরা চলাকালীন জীবনকৃষ্ণ সাহা তার দুটি মোবাইল ফেলে দেন পুকুরে। সামান্য এই ভুলের জন্য সিবিআইকে চোকাতে হয়েছে বড় মাশুল। এই মোবাইল খোঁজার পিছনে খরচ হয়েছে হাজার হাজার টাকা।

কিন্তু সেই টাকা এক প্রকার জ্লেই গেল। জীবনকৃষ্ণ সাহা তার দুটি মোবাইল ফোন পুকুরে ফেলে দেন শুক্রবার বিকেলে। এরপর শুক্রবার রাত দশটা নাগাদ পুকুরে বসানো হয় একটি পাম্প। এরপর শনিবার সকালে আরো দুটি পাম্প বসানো হয়। একটি বড় এলইডি সার্চলাইট দিয়ে রাত্রিবেলা চালানো হয় তল্লাশি। আনুমানিক কুড়ি হাজার টাকা খরচা হয়েছে এই অপারেশনের পেছনে।

jiban

মোবাইল খোঁজার জন্য পুকুরে রবিবার দুদফায় মোট ১৪ জনকে নামানো হয়। তাদের মাথাপিছু খরচ ৫০০ টাকা। শ্রমিকদের পিছনে ১৪ হাজার টাকা মতো খরচা হয়। ফোন খুঁজে না পেয়ে সোমবার বিকেলে আনা জেসিবি মেশিন ও ট্রাক্টরেও খরচ হয়েছে প্রায় ১৪ হাজার টাকা। সাবলদহ তৃণমূল অঞ্চল সভাপতি সাধন প্রামাণিক বলেছেন এই গোটা কর্মকাণ্ডের জন্য প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X