১ লা এপ্রিল থেকে বদলে যাচ্ছে ফোন কল এবং ইন্টারনেটের খরচ, জারি হচ্ছে নয়া নির্দেশিকা

বাংলাহান্ট ডেস্কঃ টেলিকম সংস্থাগুলি নতুন ট্যারিফ প্ল্যান চালু করতে চলেছে ১ লা এপ্রিল থেকে। ফোন কল (phone call) এবং ইন্টারনেট (internet) ব্যবহারের জন্য এবার থেকে বাড়তি খরচ দিতে হতে পারে। ইনভেস্টমেন্ট ইনফরমেশন অ্যান্ড ক্রেডিট রেটিং এজেন্সির রিপোর্ট অনুসারে, ১ লা এপ্রিল থেকে এই দামের বৃদ্ধি হতে পারে।

করোনা মহামারির মধ্যেও টেলিকম সংস্থাগুলির কোন সমস্যা হয়নি। বর্তমান সময়ে ওয়ার্ক ফ্রম হোম এবং অনলাইন ক্লাসের কারণে ইন্টারনেটের ডেটা ব্যবহার অনেকটাই বেড়ে গিয়েছে। বছরের মাঝামাঝি  থেকে চার্জ প্রায় ২২০ টাকা হয়ে যেতে পারে।

khbvbv

২০১৯ সালের পর থেকে আর চার্জ বাড়ায়নি টেলিকম সংস্থাগুলি। প্রায় ২৫,৯৭৬ কোটি টাকা এয়ারটেল, টাটার প্রায় ১৬,৭৮৯ কোটি টাকা এবং প্রায় ৫০,৩৯৯ কোটি টাকা ভোডাফোন আইডিয়ার এখনও বকেয়া রয়েছে। তবে প্রায় ৩০,২৫৪ কোটি টাকা মিটিয়েছে ১৫টি টেলিকম সংস্থা। চলতি বছরে ১০ শতাংশ এবং বাকিটা পরের বছর শেষ করতে হবে।

Smita Hari

সম্পর্কিত খবর