বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সমগ্র দেশজুড়েই (India) চলছে লোকসভা নির্বাচনের আবহ। যদিও ঠিক এই সময়ে আচমকাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) গ্রেফতারের দাবি উঠল। হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে কিছুটা অবাক হলেও এটা কিন্তু একদমই সত্যি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে ট্রেন্ড করছে #ArrestNarendraModi। কিন্তু, ঠিক কি কারণে ঘটল এমন ঘটনা? সেটি জানার পর অবাক হবেন প্রত্যেকেই।
মূলত, ওই হ্যাশট্যাগের মাধ্যমেই ব্যবহারকারীরা করোনার টিকা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, করোনার মতো ভয়াবহ মহামারীর হাত থেকে বাঁচার জন্য এই প্রাণদায়ী টিকা এলেও আপাতত ওই টিকাই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেগুলি থেকে পার্শ্বপ্রতিক্রিয়া ঘটছে বলে অভিযোগ উঠছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করেছে যে, তাদের তৈরি করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তবে, #ArrestNarendraModi হ্যাশট্যাগের পাশাপাশি, #ThankYouNarendraModi হ্যাশট্যাগও ট্রেন্ড করছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, কোভিশিল্ড এবং ভ্যাক্সজেভরিয়া ব্র্যান্ড নামে বিক্রি হওয়া এই ভ্যাকসিন মহামারীর সময়ে রীতিমতো বিলিয়ে দেয় সরকার। সেই সময়ে এই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সরকার তেমন উদ্বেগ প্রকাশ করেনি। শুধু তাই নয়, টিকাকরণের সার্টিফিকেটে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী মোদীর ছবিও। এমতাবস্থায় বর্তমান সময়ে গুরুতর অভিযোগ সামনে আসার পরেই সেই ছবি প্রকাশ্যে এনে সোশ্যাল মিডিয়ায় এক ব্যবহারকারী লিখেছেন, কোভিশিল্ড কোম্পানি স্বীকার করে নিয়েছে যে, করোনার টিকা থেকে হার্ট অ্যাটাক হতে পারে।
আরও পড়ুন: অনিশ্চিত মুম্বইয়ের দুই বিধ্বংসী প্লেয়ার! ফাইনালের আগেই সুখবর মোহনবাগানের জন্য
প্রসঙ্গত উল্লেখ্য যে, করোনা টিকার ট্রায়াল নেওয়ার সময়ে এক মহিলা স্বেচ্ছাসেবকের অজানা রোগ দেখা গিয়েছিল। যদিও তিনি ঠিক কোন রোগে আক্রান্ত হয়েছিলেন সেটা ব্রিটিশ-সুইডিশ ফার্ম প্রথমে জানায়নি। তারপরেই ২০২৩ সালে জেমি স্কট নামে এক ব্যক্তি অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের করেছিলেন। তিনি সেখানে স্পষ্ট অভিযোগ করেন যে ২০২১ সালের এপ্রিলে ভ্যাকসিন নেওয়ার পরে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয় ও রক্ত জমাট বেঁধে যায়। এর ফলে তাঁর মস্তিষ্কে স্থায়ী ক্ষত তৈরি হয় বলেও জানান তিনি।
আরও পড়ুন: এপ্রিলে তাপমাত্রা ভাঙল ১২৩ বছরের রেকর্ড! মে’-তে পরিস্থিতি হবে ভয়াবহ, ভয়ঙ্কর পূর্বাভাস IMD-র
এমতাবস্থায় এই অভিযোগ সামনে এলেও ব্রিটিশ-সুইডিশ ফার্ম এটা মানতে চায়নি যে, তাদের টিকায় কোনো গলদ আছে। যদিও, এতদিন পরে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, অ্যাস্ট্রজেনেকার তৈরি টিকা থেকে (ভারতে যার নাম কোভিশিল্ড) বিরল রোগ হওয়ার সম্ভাবনা আছে। আর তারপরেই সমগ্র দেশজুড়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। পাশাপাশি, এই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন বহুজন। এমনকি বিষয়টির পরিপ্রেক্ষিতে জোর চর্চা শুরু হয়েছে নেট মাধ্যমের প্ল্যাটফর্মগুলিতেও।