বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কাতারে (Qatar) ৮ জন ভারতীয়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২৬ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার কাতারের একটি আদালত ৮ জন ভারতীয়কে মৃত্যুদণ্ড দিয়েছে। এদিকে, সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল ওই ৮ জনই ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) প্রাক্তন সেনা বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে কাতার আদালতের এই সিদ্ধান্তের পর ভারতের বিদেশ মন্ত্রক এই বিষয়ে বিবৃতি জারি করেছে।
কি জানিয়েছে বিদেশ মন্ত্রক: কাতারের আদালতের এহেন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে যে, এই সিদ্ধান্তের বিস্তারিত কপির জন্য অপেক্ষা করা হচ্ছে। পাশাপাশি, বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, “আমরা তাঁদের পরিবারের সদস্য ও আইনি দলের সঙ্গে যোগাযোগ করছি। ভারত সরকার তাদের বাঁচাতে সব আইনি উপায় খুঁজতে ব্যস্ত। বিষয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এটির উপর গভীর নজর রাখছি।”
বিষয়টি কাতারের আধিকারিকদের সামনেও উপস্থাপিত করা হবে: ভারত সরকার জানিয়েছে যে, এই সিদ্ধান্তের কারণে কাতারের সরকারি আধিকারিকদের কাছেও বিষয়টি উপস্থাপিত করা হবে। বর্তমানে বিদেশ মন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই ৮ জনের প্রত্যেকেই কাতারের আল দাহারা কোম্পানিতে কাজ করতেন। তাঁদেরকে গত বছরের ৮ অক্টোবরে গ্রেপ্তার করা হয়েছিল।
আরও পড়ুন: টমেটো অতীত! এবার হু হু করে দাম বাড়ছে পিঁয়াজের, নতুন রেট শুনে চোখে জল জনতার
প্রত্যেকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে: সংবাদ সংস্থা ANI-এর খবর অনুযায়ী, এই মৃত্যুদণ্ডের পেছনে গুপ্তচরবৃত্তিকে কারণ হিসেবে বলা হচ্ছে। মূলত, কাতার তার সাবমেরিন প্রোগ্রামের ওপর গুপ্তচরবৃত্তির জন্য প্রাক্তন নৌবাহিনীর কর্মীদের অভিযুক্ত করেছে। এমতাবস্থায়, ভারত সরকার কনস্যুলার অ্যাক্সেসের মাধ্যমে তাঁদের সবাইকে মুক্তি দেওয়ার চেষ্টা করছে।
আরও পড়ুন: LPG থেকে GST! নভেম্বরেই বদল একাধিক নিয়মে, এখনই না জানলে পড়বেন দুর্ভোগে
ভারত সরকার জানিয়েছে, কাতার কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি প্রকাশ্যে আনেনি। বিদেশ মন্ত্রক বলেছে,”আমাদের কাছে প্রাথমিক তথ্য রয়েছে যে কাতারের আদালত আজ আল দাহরা কোম্পানির ৮ ভারতীয় কর্মচারীর বিষয়ে মামলায় রায় দিয়েছে। তাঁদের সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।”
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার