নারদা মামলার পর ফের সংকটে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, গ্রেফতারির পরোয়ানা জারি করল আদালত

বাংলাহান্ট ডেস্কঃ পুজোর মুখেই বিপাকে পড়লেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (subrata mukherjee)। বাম আমলের একটি মামলা টেনে এনে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করল আদালত। এখানেই শেষ নয়, আগামী ১৬ ই নভেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রীকে। বিধানগগর এমপি-এমএলএ আদালতের এই নির্দেশিকায় কিছুটা চাপে পড়েছে তৃণমূল শিবির।

কিছুদিন আগেই নারদ মামলায় রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় সহ আরও ৩ জনকে গ্রেফতার করেছিল ইডি। সেই মামলা ঠান্ডা হওয়ার পর, এবার দুদশক আগের ঘটনা প্রসঙ্গে সুব্রত মুখোপাধ্যায় গ্রেফতারির পরোয়ানা জারি করল বিধানগগর এমপি-এমএলএ আদালত।

subrata 1515581446

এই বিষয়ে সুব্রত মুখোপাধ্যায় জানান, ‘এবিষয়ে এখনও নির্দেশের কপি হাতে আসেনি। হাতে পেলেই বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করব। বাম আমলে এক গাড়ির চালক আমার বিরুদ্ধে কড়েয়া থানায় এফআইআর দায়ের করেছিলেন। সেই মামলার জন্যই আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেছে আদালত’।

আদালত সূত্রে খবর, গ্রেফতারি পরোয়ানা জারি করে আগামী ১৬ ই নভেম্বরের মধ্যে সুব্রত মুখোপাধ্যায়কে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। বহু দিনকার আগের ঘটনা নিয়ে আবারও গ্রেফতারি পরোয়ানা জারি করার বিষয়ে কিছুটা সংকটে পড়েছেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

20bengalmam11

সদ্য উপনির্বাচনে জয়ী হয়ে বাংলায় নিজের মুখ্যমন্ত্রীর আসন ধরে রাখতে সক্ষম হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারউপর বন্যা বিধ্বস্ত বাংলার কারণে, মুখ্যমন্ত্রীকে কম দোষারোপ করতে ছাড়ছে না বিরোধীরা। এরই মধ্যে আবার রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় কিছুটা চাপে রয়েছে শাসক দল।

Smita Hari

সম্পর্কিত খবর