করোনা পরবর্তী সময়ে ক্রিকেটে আসতে চলেছে COVID-19 সাবস্টিটিউট।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির তরফ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে করোনা পরবর্তী সময়ে বাইশ গজে ক্রিকেট ফিরলে ক্রিকেটারদের স্বাস্থ্যের দিকেই সব থেকে বেশি নজর রাখা হবে। সেইসাথে ক্রিকেটকে সুরক্ষিত রাখার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইতিমধ্যেই নিয়ে ফেলেছে আইসিসি। করোনা পরবর্তী সময়ে বোলাররা বলের পালিশ ধরে রাখার জন্য থুতু কিংবা লালার ব্যবহার করতে পারবেন না, ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে এই নিয়মের কথা আইসিসি জানিয়ে দিয়েছে। এবার আইসিসি টেস্ট ক্রিকেটে কোভিড-19  পরিবর্তন আনতে চলেছে।

আইসিসি টেস্ট ক্রিকেটে ইতিমধ্যেই চালু করেছেন কনকাশন সাবস্টিটিউট। এই নিয়মের ভিত্তিতে ম্যাচ চলাকালীন কোন ক্রিকেটার মাথায় আঘাত পেলে তার পরিবর্তে সমকক্ষ কোন ক্রিকেটারকে মাঠে নামাতে পারে সেই দল। ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন কোভিড-19 সাবস্টিটিউট বিষয়টিও অনেকটা একই রকম।

233102619080cd111f989e4aa830223176a90a3d98f90832cba9d4478145a40aaa6e1fd78

বিশেষ সূত্রে জানা গিয়েছে টেস্ট ম্যাচ চলাকালীন যদি কোন ক্রিকেটারের মধ্যে করোনা ভাইরাসের কোনো লক্ষণ ধরা পড়ে তাহলে সঙ্গে সঙ্গে সেই ক্রিকেটারকে কোয়ারেন্টটাইনে পাঠিয়ে দিতে হবে। আর সেই ক্রিকেটারের পরিবর্তে তার সমকক্ষ কোন ক্রিকেটারকে মাঠে নামাতে পারবে সেই দল। ইতিমধ্যেই এই নিয়ম চালু করার চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে আইসিসি।

Udayan Biswas

সম্পর্কিত খবর