বাংলাহান্ট ডেস্কঃ এবার ভুয়ো ফর্ম বিলি করার অভিযোগ উঠল সিপিএমের (CPIM) বিরুদ্ধে। অসংগঠিত শ্রমিকরা ১০০০ টাকা করে ভাতা পাবেন । এই মর্মে টাকার বিনিময়ে ভুয়ো ফর্ম এলাকার শ্রমিকদের বিলি করার অভিযোগ উঠল CPI(M)-র বিরুদ্ধে ৷ ঘটনায় জেলা CPI(M)-র চার নেতার বিরুদ্ধে বোলপুর(Bolpur) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক তৃণমূল কর্মী। যদিও, অভিযোগ অস্বীকার করেছে CPI(M)জেলা নেতৃত্ব। তৃণমূল(TMC) মিথ্যে প্রচার করছে বলে তাদের অভিযোগ।
কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন চলছে । এর মাঝেই কেন্দ্রীয় অর্থমন্ত্রক ঘোষণা করেছিল, অসংগঠিত শ্রমিকদের ১০০০ টাকা ভাতা দেওয়া হবে ৷ কেন্দ্রীয় সরকারের শ্রমিক সুরক্ষা ওয়েবসাইটে টাকা পাওয়ার এই ফর্মও রয়েছে ৷ স্থানীয়দের একাংশের অভিযোগ, সেই ফর্ম প্রিন্ট করিয়ে কয়েকদিন ধরে বোলপুর পৌরসভার ৭ও ৮ নম্বর ওয়ার্ডের অসংগঠিত শ্রমিকদের বিলি করছে স্থানীয় CPI(M) নেতৃত্ব । কিন্তু এলাকার তৃণমূলের কয়েকজন অভিযোগ করেন, CPI(M) ভুয়ো ফর্ম বিলি করছে । পাশাপাশি এই ফর্ম বিলি করতে গিয়ে শ্রমিকদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে । ঘটনায় CPI(M)-র অশোককুমার মণ্ডল (Ashok Kumar Mandal), সাধন ঘোষ (Sadhan Ghosh), দিলীপ হাজরা(Dilip Hazra), নৌসাদ শেখের (Nausad Sheikh) বিরুদ্ধে বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল কর্মী গোবিন্দ কুমার লোহার।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন CPI(M)-এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সমীর ভট্টাচার্য । বলেন, “প্রথমত তৃণমূলের আগে আমরা এই ফর্ম বিলি করতে শুরু করেছি, তাই ভুয়ো ফর্ম বলে রটাচ্ছে তারা ৷ তাহলে কি কেন্দ্রীয় সরকারের ঘোষণা ভুল । তাহলে কি সরকারি ওয়েবসাইটে ভুয়ো ফর্ম আছে ? আর টাকার বিনিময়ে ফর্ম বিলি করার কথা সম্পূর্ণ মিথ্যা।”