বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একটি বড় ধাক্কার সম্মুখীন হল পাকিস্তান (Pakistan)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সৌদি আরবের (Saudi Arabia) ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (Mohammed bin Salman Al Saud) বহু প্রতীক্ষিত পাকিস্তান সফর অজ্ঞাত কারণে স্থগিত করা হয়েছে। শনিবার এক সংবাদে এই তথ্য জানানো হয়। “জিও নিউজ”-এর খবর অনুযায়ী, আগে আশা করা হয়েছিল যে, মোহাম্মদ বিন সালমান দুই দিনের সফরে আগামী ১৯ মে ইসলামাবাদে পৌঁছবেন। কিন্তু, এই পরিকল্পনা স্থগিত হওয়ায় এটি পাকিস্তানের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
পাকিস্তানের মানুষ অপেক্ষা করছে: সৌদি আরবের ক্রাউন প্রিন্সের সফরের বিষয়ে মন্তব্য করে, শুক্রবার বিদেশ দফতরের মুখপাত্র মমতাজ জাহরা বেলুচ স্পষ্ট করেছেন যে, ইসলামাবাদ এবং রিয়াদের মধ্যে একটি সফরসূচী চূড়ান্ত হওয়ার সাথে সাথেই এই সফরের বিস্তারিত প্রকাশ করা হবে। বেলুচ আস্থা প্রকাশ করেছেন যে, এই সফরটি শীঘ্রই ঘটবে এবং অবশ্যই এটি মূল্যবানও হবে। কারণ পাকিস্তানের জনগণ সৌদি আরবের নেতার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
সৌদি আরব গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ: প্রসঙ্গত উল্লেখ্য যে, গত মার্চ মাসে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সৌদি আরব সফরের পর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক এবং বাণিজ্য-সম্পর্কিত আলোচনার জেরে এই উচ্চ-পর্যায়ের সফরটি হতে পারে। যদিও, সৌদি আরবের ক্রাউন প্রিন্সের সফর এখন পিছিয়ে গেছে। এদিকে, এই সফরটি নগদ অর্থের সঙ্কটে ভুগতে থাকা পাকিস্তানের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন: ঘাতক ড্রোন সহ যুদ্ধজাহাজ মোতায়েন! ভারত বিরোধী মুইজ্জু তুরস্কের সাথে করছেন ভয়ঙ্কর পরিকল্পনা
পাকিস্তান বিনিয়োগের আশা করছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সৌদি আরবের কাছ থেকে বিভিন্ন খাতে বড় বিনিয়োগ আশা করছে পাকিস্তান। বিগত ৫ বছরের মধ্যে এটাই হবে মোহাম্মদ বিন সালমানের প্রথম পাকিস্তান সফর। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের শাসনকালে তিনি সর্বশেষ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফর করেছিলেন।
আরও পড়ুন: শ্রীলঙ্কা, পাকিস্তান অতীত! এবার ভারতের আরেক প্রতিবেশীকে চরম ঠকাল চিন, রেগে লাল বন্ধু
এদিকে, এই অঞ্চলে তাঁর সফরের অংশ হিসেবে ২০২২ সালে সৌদি প্রিন্সের পাকিস্তান সফর করার কথা ছিল। কিন্তু, শেষ মুহূর্তে সফরটি বাতিল করা হয়েছিল। জানিয়ে রাখি যে, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে শক্তিশালী বাণিজ্যিক, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। পাশাপাশি, সৌদি আরবে ২৭ লক্ষেরও বেশি পাকিস্তানি প্রবাসী বসবাস করেন।