বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ অপেক্ষার পর গতকাল আইপিএল (IPL schedule) এর পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বিসিসিআই। এই মুহূর্তে আমিরশাহী জুড়ে চলছে আইপিএলের শেষ মুহূর্তের প্রস্তুতি। সূচি অনুযায়ী আইপিএলের উদ্বোধনী ম্যাচে অর্থাৎ 19 শে সেপ্টেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এবং রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। দুটি দলই যথেষ্ট সফল এবং শক্তিশালী।
অপরদিকে আইপিএল শুরুর আগে একের পর এক ধাক্কা চেন্নাই শিবিরে। এই মুহূর্তে দুই ক্রিকেটার সহ মোট 13 জন করোনা আক্রান্ত হয়ে পড়েছে চেন্নাই এর। এছাড়াও ব্যক্তিগত কারনের জন্য এবারের আইপিএল না খেলেই দেশে ফিরে এসেছেন চেন্নাই সুপার কিংসের তারকা সুরেশ রায়না। রায়নার দেখানো পথে হেটেই ব্যক্তিগত কারণ দেখিয়ে এবারের আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন আরেক সিনিয়র স্পিনার হরভজন সিংও। আর এইভাবে একের পর এক সিনিয়র ক্রিকেটারদের আইপিএল থেকে সরে দাঁড়ানোয় কিছুটা ব্যাকফুটে পড়ে গিয়েছে চেন্নাই সুপার কিংস।
https://twitter.com/ChennaiIPL/status/1302616812501241857?s=20
আর এইসব খবর পাওয়ার পরেই মনমরা হয়ে পড়েছে চেন্নাই সুপার কিংসের সমর্থকরা। এবার চেন্নাই সুপার কিংসের সমর্থকদের মন তাজা করতে এগিয়ে এলেন চেন্নাই এর সিইও কাশী বিশ্বনাথন। তিনি চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সাক্ষাৎকারে বলেছেন, “হরভজন, রায়না নেই তো কি হয়েছে আমাদেরতো ধোনি আছে। ধোনির আত্মবিশ্বাসই আমাদের প্রধান ভরসা। যেকোনো অবস্থা থেকে ম্যাচ বের করে আনতে পারেন মহেন্দ্র সিং ধোনি। তাই ধোনি আছে তো চিন্তা কি!”