বাংলাহান্ট ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে লিসবনে লজ্জার হার বার্সেলোনার। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশে মেসিদের একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিল জার্মান চ্যাম্পিয়নরা। প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নকআউট পর্বে প্রতিপক্ষের জালে আট গোল দেওয়ার নজির গড়ল বায়ার্ন মিউনিখ। পরিসংখ্যান এবং ইতিহাস ঘাঁটলে দেখা যাবে 74 বছর পর লজ্জার হার বার্সেলোনার।
শুক্রবার মধ্যরাতে পর্তুগালের রাজধানী লিসবনে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিক। এই ম্যাচে মেসি, সুয়ারেজ, পিকেদের নিয়ে কার্যত ছেলেখেলা করলেন মুলার কুটিনহোরা। পরিসংখ্যান বলছে 74 বছর পর ফের আট গোল হজম করতে হলো বার্সেলোনাকে। 1946 সালে সেভিয়ার কাছে শেষবার 8-0 গোলে হারতে হয়েছিল বার্সেলোনাকে।
এই ম্যাচে আতস কাঁচ দিয়েও খুঁজে পাওয়া যায়নি আর্জেন্টিনায় তারকা লিওনেল মেসিকে। নিজের ফর্মের একেবারে ধারে কাছে পাওয়া যায়নি লিওনেল মেসিকে। ম্যাচের 90 মিনিট কার্যত খুঁজে পাওয়া যায় নি মেসিকে। বার্সার কোচ সেতিয়েন হতবাক দৃষ্টিতে শুধু খেলা দেখেছিলেন। 2007-08 মরশুমের পর ফের এই বছর ট্রফি শূন্য বার্সেলোনা।