বাংলা হান্ট ডেস্কঃ গত পরশু লাদাখে ভয়ঙ্কর এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ভারতীয় সেনার গাড়ি। এই ঘটনায় তৎক্ষণাৎ মৃত্যু হয় 7 জন সেনা জওয়ানের, যার মধ্যে একজন বাংলার খড়গপুরের বাসিন্দা বলেও জানা যায়। সেই বাঙালি জওয়ান বাপ্পাদিত্য ঘুটিয়ার মৃতদেহ এদিন কফিনবন্দি করে ফেরানো হল তার শহর খড়গপুরে। এদিন সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছে যায় তাঁর দেহ। বিমানবন্দরের বাইরে সেনাবাহিনীর গার্ড অফ অনার দেওয়ার পরেই সেটিকে নিয়ে খড়্গপুরের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়।
প্রসঙ্গত, গত পরশু 26 জন সেনা ভর্তি একটি গাড়ি পারতাপুরের ট্রানজিট ক্যাম্প থেকে হানিফ সাব সেক্টরের দিকে রওনা দিয়েছিল আর সেই সময় আচমকাই গাড়িটি রাস্তা থেকে প্রায় 50-60 কিলোমিটার নিচে শ্যাওক নদীতে পড়ে যায়। এই ঘটনায় তৎক্ষণাৎ 7 জন সেনার মৃত্যু হয় এবং মৃত সেই সাত জওয়ানের মধ্যে একজন বাঙালি বলেও জানা যায়।
মৃত জওয়ান বাপ্পাদিত্য 2009 সালে যোগ দেন ভারতীয় সেনাবাহিনীতে। প্রথমে গুজরাটে কর্মরত থাকলেও পরবর্তীকালে তাঁকে সিয়াচেনে পোস্টিং দেওয়া হয়। পরিবার সূত্রে খবর, গত এপ্রিল মাসের 27 তারিখ ছুটি কাটিয়ে সিয়াচেনের উদ্দেশ্যে রওনা দেন বাপ্পাদিত্য। তবে এর মাঝেই তাঁর জন্য যে ভয়াবহ এক দুর্ঘটনা অপেক্ষা করে রয়েছে, তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি। মৃত সেনা জওয়ানের পরিবারে মা, বাবা, স্ত্রী এবং 11 মাসের এক শিশু কন্যা রয়েছে বলে জানা যায়।
বাপ্পাদিত্য ঘুটিয়ার মৃত্যুর খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে আসে গোটা খড়গপুর এলাকায়। কান্নায় ভেঙে পড়েন বাপ্পাদিত্যর মা আর এবার ছেলের মৃতদেহ দেখে সেই কষ্ট যে আরো বৃদ্ধি পাবে, তা বলাবাহুল্য।