ফের মুখ্যমন্ত্রীকেই ডেডলাইন! দাবি পূরণ না হলে…. জুনিয়র ডাক্তাররা যা বললেন… তোলপাড় শুরু

বাংলাহান্ট ডেস্ক : আরজি কর কাণ্ডের প্রতিবাদে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctor)। ইতিমধ্যেই কয়েকজন ডাক্তাররা হাসপাতালে ভর্তি। কিন্তু তবুও মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের ১০ দাবি মেনে নেননি। আর এবার আন্দোলনকে আরো জোরদার করতে জুনিয়র ডাক্তাররা নিলেন বিরাট পদক্ষেপ।

অনশনের ১৩ দিন পার হতে না হতেই ফের মুখ্যমন্ত্রীকে ডেডলাইন বেঁধে দিলেন জুনিয়র ডাক্তার (Junior Doctor)। সোমবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে, তার মধ্যে দাবি মেনে না নিলে মঙ্গলবার সর্বাঙ্গীন স্বাস্থ্য ধর্মঘটের কথা জানিয়েছেন তারা। সাংবাদিক সম্মেলন করে এমনটাই ঘোষণা করলেন জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার।

জুনিয়র ডাক্তার (Junior Doctor) দেবাশিস হালদার সাংবাদিক বৈঠকে কি জানিয়েছেন দেখুন:

এদিন সাংবাদিক বৈঠক করে দেবাশিস হালদার বলেন, আমরা তো মনে করছি, আমরা যে আওয়াজ পৌঁছাতে চাইছি সেই চিৎকারটা যথেষ্ট নয়। আমাদের এই চিৎকার ও আর্তনাদ মুখ্যমন্ত্রীর কান অব্দি পৌঁছে যাক।  তাই সেই আওয়াজ আরো জোরদার করতে আমরা কিছু কর্মসূচি নিয়েছি। এক, আগামীকাল ন্যায় বিচার যাত্রা আছে। যেটা সোদপুর থেকে অনশন মঞ্চ অব্দি হবে।

আরোও পড়ুন : একটা ভুলেই টিম ইন্ডিয়ায় হয়নি জায়গা! এবার সেঞ্চুরি করে সবাইকে চমকে দিলেন এই খেলোয়াড়

তবে তিনি জানান এখানে শুধু ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তারস ফ্রন্টরা থাকলেই হবে না, একই সাথে প্রত্যেকটা জুনিয়র-সিনিয়র ডাক্তারদের সংগঠন থেকে শুরু করে নাগরিক সংগঠন প্রত্যেককে আমরা এই যাত্রায় আহ্বান জানাচ্ছি। এই ন্যায়বিচার যাত্রাকে আরো সফল করার জন্যই এমন আহ্বান। এরপর দ্বিতীয় কর্মসূচি হিসেবে তিনি, রবিবার মহা সমাবেশের ডাক দিয়েছেন।

Hunger Strike

তিনি বলেছেন আমাদের চিৎকার যাতে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায় তার জন্য আমরা সমস্ত সংগঠনকে আহ্বান জানাচ্ছি এবং ধর্মতলায় এক মহাসমাবেশ হোক। এরপরই আসেন ডেডলাইনের কথায়। জুনিয়র ডাক্তার (Junior Doctor) দেবাশিস হালদার জানান সোমবার স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা অবস্থান-বিক্ষোভের কর্মসূচি নিচ্ছি।

আরোও পড়ুন : পুজো মিটতেই বড় ঘোষণা অরিজিতের! প্রিয় গায়কের সিদ্ধান্তে আশাহত অনুরাগীরা

তবে এখনই আমরা এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছি না পরবর্তীতে যা জানানো হবে। কিন্তু মুখ্যকর্মসূচি হিসেবে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি সোমবার অব্দি সময়সীমা রয়েছে। সোমবারের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) আমাদের সবকটি দাবি মেনে নিতে হবে। আর এই দাবি মানার জন্য আমাদের সাথে আলোচনায় বসতে হবে।

Junior Doctor

এরপরই তিনি বলেন তাদের দাবি মানা না হলে মঙ্গলবার সর্বাঙ্গীণ স্বাস্থ্য ধর্মঘটের পথে হাঁটবেন। যদি সাধারণ মানুষের সমস্যা বা প্রধান ঘটে সেক্ষেত্রে তার দায় জুনিয়র ডাক্তাররা নেবেন না। এমনটাই বলেন জুনিয়র ডাক্তার। কিন্তু এখন কথা হচ্ছে মুখ্যমন্ত্রী কি এই ডেডলাইনে সাড়া দেবেন? নাকি এখনো হাত গুটিয়ে বসে থাকবেন?

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর