বাংলা হান্ট ডেস্কঃ বিশ্ব জয়ের স্বপ্ন এখন কার্যত শেষ বিরাট বাহিনীর।পাকিস্তানের পর রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধেও হারের ফলে এই মুহূর্তে শেষ চারের যাওয়ার আশা অতি ক্ষীণ হয়ে গিয়েছে ভারতের। স্বাভাবিকভাবেই তাদের নির্ভর করতে হবে আফগানিস্তানের জয়ের উপর। আফগানিস্তান যদি তাদের ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় এবং ভারত যদি পরপর নিজেদের তিনটি ম্যাচ জিতে নিতে পারে একমাত্র সে ক্ষেত্রে ক্ষীণ সুযোগ থাকবে ভারতের কাছে। তবে তাতেও রয়েছে নেট রানরেটের চক্রব্যূহ।
তবে কালকের ম্যাচে বিরাট ব্যাটিং বিপর্যয়ের ময়নাতদন্ত করতে বসলে সামনে উঠে আসে বেশ কয়েকটি কারণ। একথা ঠিক যে টসে হারের পর পরিস্থিতি যথেষ্ট কঠিন হয়ে পড়েছিল ভারতের জন্য। কিন্তু তাও লড়াই যে চালানো যেত না তা নয়, কিন্তু এই ম্যাচে প্রথম থেকেই ভারত যেভাবে উইকেট হারাতে শুরু করে তাতেই কার্যত ব্যাকফুটে চলে যায় বিরাট শিবির। ভারতের এই ব্যাটিং বিপর্যয়ের পিছনে বড় হয়ে দাঁড়িয়েছে টিম ম্যানেজমেন্টের একটি সিদ্ধান্ত। দলে ঈশান কিশানকে খেলানোর কারণে রোহিত রাহুলের গুরুত্বপূর্ণ জুটিতে এদিন বড় পরিবর্তন করেছিল ভারত।
রাহুলের সঙ্গে এদিন ওপেনিং করতে পাঠানো হয় ঈশানকে। সুযোগ মোটেই কাজে লাগাতে পারেননি এই তরুণ ব্যাটসম্যান। মাত্র চার রানেই বোল্টের বলে ক্যাচ দিয়ে ভারতকে চাপে ফেলে দেন তিনি। একইসঙ্গে চাপের মুখে ব্যর্থ হন ভারতের তিন ‘বিগ গান’ কে এল রাহুল, বিরাট কোহলি এবং রোহিত শর্মা। অনেক বিশেষজ্ঞের মতে ব্যাটিং অর্ডারে এই পরিবর্তনের কারণেই ছন্দ নষ্ট হয়ে যায় সকলেরই। একদিকে যেমন রোহিতকে তিনে ব্যাটিং করতে আসতে হয় তেমনি আবার বিরাট ব্যাটিং করতে আসেন চার নম্বরে। যদিও একথা মানতেই হবে যে এদিন কার্যত ওপেনিং না করলেও মাত্র তিন ওভারের মধ্যেই মাঠে আসতে হয় রোহিতকে। এমনকি নিজের প্রথম বলেই ক্যাচ দিয়েও বড় জীবন দান পেয়ে গিয়েছিলেন রোহিত কিন্তু এদিন সেই সুযোগ একেবারেই কাজে লাগাতে পারেননি তিনি।
যার জেরে শেষ পর্যন্ত মাত্র ১১০ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস, আর জবাবে ব্যাট করতে নেমে জয়ের জন্য ২ উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড। অনেকেই মনে করছেন, এই হারের ভারতের সবচেয়ে বড় ভিলেন হয়ে দাঁড়িয়েছেন ঈশান কিশান। তাকে ওপেনিংয়ে পাঠানোর সিদ্ধান্তই কার্যত ব্যাক ফায়ার করে যায় ভারতের বিরুদ্ধে।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…