কুন্তলের সঙ্গে নাকি ব্যক্তিগতস্তরে আলাপ নেই! সায়নীর কথা শুনে আকাশ থেকে পড়ছেন গোয়েন্দারা

বাংলাহান্ট ডেস্ক : ব্যক্তিগতভাবে চিনতেন না কুন্তল ঘোষকে। ছিলনা পরিচয়। কুন্তল একজন দলীয় কর্মী শুধু। দলের সূত্রে শুধু মুখ চেনা। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, সায়নী ঘোষ ইডির কাছে শুক্রবার এমনটাই অবাক করে দেওয়া দাবি করেছেন। সায়নীর এই দাবি শুনে রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন গোয়েন্দারা। এমন অবস্থায় ফের জিজ্ঞাসাবাদের জন্য ইডি আগামী ৫ই জুলাই তলব করেছে তৃণমূলের নেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষকে।

গোয়েন্দারা সায়নীকে (Sayani Ghosh) বলেছেন সেদিন তার আয়ের যাবতীয় নথি সাথে নিয়ে আসতে। বেশ কিছুদিন আগে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ। কুন্তলকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা একের পর এক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন। আদালতে ইডি দাবি করেছে নিয়োগ দুর্নীতি ৬.৫ কোটি টাকা সরানো হয়েছিল কুন্তল ঘোষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে। বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছিল সেই টাকা।

এরপর কুন্তল ঘোষের (Kuntal Ghosh) একদা ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, হৈমন্তী গঙ্গোপাধ্যায় এবং সোমা চক্রবর্তীর নাম উঠে আসে ইডির তদন্তে।তদন্তকারীরা এনাদের কয়েক দফায় জেরাও করেন। সেই সূত্রেই নিয়োগ দুর্নীতির তদন্তে উঠে আসে অভিনেত্রী তথা তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষের নাম। অতীতকালে বিভিন্ন অনুষ্ঠানে এক মঞ্চে দেখা গিয়েছে কুন্তল ও সায়নীকে।

img 20230701 163146

এদের দুজনের ছবি দেখিয়ে বিরোধীরা সায়নী ঘোষকে জেরার দাবি জানায়। ইডির কাছে সায়নী দাবি করেছেন, ব্যাংকের থেকে ঋণ নিয়ে তিনি তার সম্পত্তি ক্রয় করেছেন। তার সাথে ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই কুন্তল ঘোষের। স্পষ্ট ভাষায় কুন্তলের সাথে নিজের সম্পর্ক এড়িয়ে গেলেন সায়নী। তদন্তকারীরা মনে করছেন ভবিষ্যতে আরও অনুসন্ধানের পর সঠিক তথ্য সামনে আসবে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর