বাংলাহান্ট ডেস্ক : ‘ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ এর ট্রেলার (Trailer) প্রকাশ হওয়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। এরপর অভিযোগের ভিত্তিতে ছবির পরিচালক সনোজ মিশ্রকে থানায় তলব করে কলকাতা পুলিশ। এবার থানায় হাজির হওয়ার আগেই ছবির পরিচালক খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করলেন।
পরিচালকের কথায় কলকাতায় এলে তাকে খুন করা হতে পারে। ‘ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ এর পরিচালক সনোজ মিশ্রর বিরুদ্ধে বাংলার ভাবমূর্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ জমা পড়ে আমহার্স্ট স্ট্রিট থানায়। পরিচালকের বিরুদ্ধে গত ১১ই মে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে থানায় ডেকে পাঠানো হয় পরিচালককে।
৩০ মের মধ্যে তাকে থানায় হাজির হতে বলা হয়। যদিও কলকাতা পুলিশের সেই তলবের জবাব দেননি সনোজ। পরিচালকের আশঙ্কা কলকাতা এলে তিনি খুন হতে পারেন। এর আগে পশ্চিমবঙ্গ সরকার ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করে। পরে অবশ্য তা খারিজ করে দেয় ভারতের সুপ্রিম কোর্ট।
নিষেধাজ্ঞা ঘোষণা করার দিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “বিজেপি কিছু লোককে ভাড়া করে নিয়ে আসছে। বলছে বেঙ্গল স্টোরি বানাবে।” সেই বৈঠকের পরের শুক্রবার প্রকাশিত হয় সনোজ মিশ্র পরিচালিত ‘ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ এর ট্রেলার। সূত্রের খবর, আইপিসি-র ৪১/এ ধারায় পুলিশ তলব করেছে পরিচালককে।
এছাড়াও বেশ কিছু ধারা রয়েছে পরিচালকের বিরুদ্ধে। রাজনৈতিক মহলের একাংশ বলছে, বিজেপি তাদের নৈতিক নীতি মেনেই এই কাজ করছে। ছোটখাটো ঘটনাকে রংচড়িয়ে দেখিয়ে উদ্বাস্তু মানুষদের মধ্যে প্রতিক্রিয়া তৈরীর কাজ চলছে। বিজেপি শাসনে চলচ্চিত্রের মাধ্যমে ধর্মীয় মেরুকরণ এখন একটা রুটিনে পরিণত হয়েছে।