ভক্তদের জন্য সুখবরঃ খুলে দেওয়া হল বেলুড় মঠ এবং তারকেশ্বর মন্দিরের দরজা

বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হল বেলুড় মঠ (belur math) এবং তারকেশ্বর (tarakeswar) মন্দিরের গর্ভগৃহ। করোনা আবহের মধ্যে মাঝে তারকেশ্বর মন্দির খুললেও, আবারও সংক্রমণের জেরে বন্ধ করে দেওয়া হয়েছিল। শিব চতুর্দশীর মাসখানেক আগে থেকেই খুলে দেওয়া হচ্ছে দর্শনার্থীদের জন্য।

তবে বুধবার থেকে বেলুড় মঠ এবং তারকেশ্বর মন্দির খুলে দেওয়া হলেও, রয়েছে বেশকিছু নিয়ম বিধি। করোনা আবহে দর্শনার্থীদের মেনে চলতে হবে কিছু বিধি নিষেধ। জেনে নিন কি কি নিয়ম থাকছে।

maxresdefault 138

বেলুড় মঠ
দিনের মধ্যে ২ বার দুটি নির্দিষ্ট সময়ে বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন ভক্তরা।

বেলুড় মঠের দরজা খোলা থাকবে সকাল সাড়ে ৮টা থেকে সকাল ১১টা এবং দুপুর সাড়ে ৩টে থেকে বিকেল ৫টা বেজে ১৫ মিনিট অবধি।

মন্দিরের ভেতরে আরতি বন্ধ থাকছে। প্রসাদ বিতরণও আপাতত স্থগিত রাখা হয়েছে। চারটি গেস্ট হাউসে অতিথিদের প্রবেশাধিকার বন্ধ থাকছে।

সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। মন্দিরে ধ্যানে বসা যাবে না। পায়ে হাত দিয়ে প্রণাম করা যাবে না সন্ন্যাসী মহারাজদের।

DAKHINESWAR KALI TEMPLE 01

জুন মাস থেকে দক্ষিণেশ্বর মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হলেও, সামাজিক দূরত্ব-বিধি মেনে, মুখে মাস্ক পরে থার্মাল স্ক্রিনিং, জীবাণুনাশক টানেলের মধ্যে দিয়ে সুরক্ষিতভাবে মন্দিরে প্রবেশ করানো যাচ্ছে। তবে শুধুমাত্র ফুল, মিষ্টি নিয়ে মন্দিরে প্রবেশের সম্মতি থাকলেও ফুল, মালা নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে।

তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ
গর্ভগৃহের ভেতরে শুধুমাত্র জল, ফুল, বেলপাতা নিয়ে প্রবেশ করা যাবে।

tarakeswar6

ধূপ ও মোমবাতি জ্বালানোয় রয়েছে নিষেধাজ্ঞাও।

একসঙ্গে ২০ জনের বেশি দর্শনার্থী প্রবেশ করতে পারবে না গর্ভগৃহে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর