কোরানে হাত রেখে শপথ নিল কংগ্রেস সদস্যরা! ভিডিও ভাইরাল হতেই ঘটনা অস্বীকার করল দল

বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি দিনে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে একটি ভিডিও ব্যাপকহারে ভাইরাল হয়েছে, যেখানে কংগ্রেস (congress) নেতাদের কোরানে হাত রেখে শপথ নিতে দেখা গেছে। ইন্দোরে নগর নিগামের নির্বাচন আসন্ন। সেই কারণেই এইভাবে কংগ্রেস সদস্যদের একসঙ্গে রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে।

ইন্দোরে নির্বাচনের কাজ বেশ জোরকদমে চলছে। এই পরিস্থিতিতে কংগ্রেস সদস্যদের একজোট রাখতে মুসলিম এলাকায় গিয়ে কোরানের উপর হাত রেখে শপথ নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। এই গোটা ঘটনার আয়োজন করেছিলেন কংগ্রেসের রাজ্য সভাপতি বিনয় বাকালিওয়াল (vinay bakliwal)।

kndnd

জানা গিয়েছে, এই ঘটনাটি চন্দননগর এলাকায় ঘটেছে। যেখানে কংগ্রেসের রাজ্য সভাপতি বিনয় বাকালিওয়াল, সেখানকার ৫ জন কংগ্রেস সদস্যকে কোরানে হাত রেখে শপথ গ্রহণ করাচ্ছেন। তাদের বলা হয়েছে, তাদের ৫ জনের মধ্যে একজন নির্বাচনের টিকিট পাবেন এবং বাকিরা তাঁকে সাহায্য করবে।

ভিডিও ভাইরাল হতেই এই ঘটনাকে অস্বীকার করেছে কংগ্রেস। তাদের দাবি করানে হাত রেখে কোনরকম শপথ নেওয়া হয়নি। বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার জন্য সদস্যদের শপথ গ্রহণ করানো হচ্ছিল। নির্বাচনে মেয়র পদ লাভের কারণে কংগ্রেসের রাজ্য সভাপতি বিনয় বাকালিওয়ালর এভাবে মুসলিম এলাকায় গিয়ে সদস্যদের শপথ গ্রহণ করানোর ঘটনাকে কটাক্ষ করেছে বিজেপি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর