স্টেশনে ট্রেন দাঁড় করিয়েই মদ গিলতে গেলেন চালক! একঘণ্টা বসে রইলেন যাত্রীরা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে যাতায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হল ট্রেন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নিজেদের গন্তব্যে সঠিক সময়ে পৌঁছে যান ট্রেনের সাহায্যে। যদিও, প্রায়শই ট্রেন “লেট”-এ চলার কারণে সমস্যায় পড়েন যাত্রীরা। মূলত, সিগন্যাল না পেলেই ঘটে এই ঘটনা। তবে, যাত্রীবোঝাই ট্রেন দাঁড় করিয়েই চালকের মদ খেতে যাওয়ার কারণে ট্রেন লেটের ঘটনা আপনি কি কখনও শুনেছেন?

নিশ্চয়ই না! তবে, এবার ঠিক এই অবিশ্বাস্য ঘটনাই ঘটেছে আমাদের দেশে। এমনিতেই এর আগে আমরা ট্রেন থামিয়ে চালকের কচুরি কিনতে যাওয়া থেকে শুরু করে, চা খেতে যাওয়ার মত ঘটনা শুনেছি। কিন্তু এই ঘটনা কার্যত সমস্ত নজির ভেঙে দিয়েছে। এবার স্টেশনে ট্রেন দাঁড় করিয়েই অবলীলায় মদ্যপান করতে চলে গেলেন এক চালক।

আর এই কারণেই ট্রেনের মধ্যে এক ঘণ্টা অপেক্ষা করলেন যাত্রীরা! জানা গিয়েছে যে, এই অবাক করা ঘটনাটি ঘটেছে বিহারের সমস্তিপুর ডিভিশনের হাসানপুর স্টেশনে। মূলত, হাসানপুর স্টেশনে রাজধানী এক্সপ্রেসকে আগে ছেড়ে দেওয়ার জন্য সমস্তিপুর থেকে সহরসাগামী প্যাসেঞ্জার ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। আর তখনই ট্রেন থেকে সটান উধাও হয়ে যান চালক। এমতাবস্থায়, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে ওই প্যাসেঞ্জার ট্রেনটি।

এদিকে, রাজধানী এক্সপ্রেস চলে যাওয়ার পরেই তৎক্ষণাৎ সিগন্যাল দিয়ে দেওয়া হয় ট্রেনটিকে। কিন্তু, যিনি ট্রেন চালাবেন তিনিই ছিলেন না ট্রেনে! যদিও, বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পরও ট্রেন না ছাড়ায় সহকারী স্টেশন মাস্টার বিষয়টি খোঁজ নিতে এলে রীতিমত আকাশ থেকে পড়েন তিনি।

এমনকি, পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায় যে, শেষ পর্যন্ত ওই চালকের খোঁজ শুরু করতে থাকে জিআরপিও। যদিও, স্টেশনের কাছেই একটি বাজারে কার্যত “মত্ত” অবস্থায় দেখতে পাওয়া যায় কীর্তিমান চালককে। এমতাবস্থায়, জিআরপি তৎক্ষণাৎ তাঁকে গ্রেফতার করে। এদিকে, দীর্ঘক্ষণ ট্রেনের মধ্যে থেকে যাত্রীরাও অধৈর্য হয়ে রীতিমত চেঁচামেচি শুরু করে দেন। যদিও, পুরো ঘটনা সামনে আসতে অবাক হয়ে যান তাঁরাও।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X