পুজোর আগেই চমক! শিক্ষক নিয়োগ নিয়ে বড়সড় সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী, করলেন এই ঘোষণা

বাংলা হান্ট ডেস্ক: পুজোর আগেই সামনে এল বড় খবর। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার আংশিক সময়ের শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করলেন রাজ্যের (West Bengal) শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। মূলত, মন্ত্রিসভার বৈঠকের পরই ওই বড় ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘‘এবার উর্দু অ্যাকাডেমি বিদ্যালয়ে আমাদের দফতর আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করবে। তবে, আমরা ঠিক কতজন শিক্ষক নিয়োগ করব, তা জানিয়ে দেব।” অর্থাৎ নতুন করে যে শিক্ষকদের নিয়োগ করা হবে তা এই বক্তব্যে স্পষ্ট হয়েছে।

The education minister announced the big news about the recruitment of teachers

পাশাপাশি, সম্প্রতি উত্তরবঙ্গের ভয়াবহ বন্যার বিষয়েও মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে বলে যান গিয়েছে। ওই বৈঠক শেষ হওয়ার পর উদয়ন গুহ জানিয়েছেন, সিকিমের বন্যার ফলে উত্তরবঙ্গের কালিম্পংয়ের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই বিষয়ে মুখ্যমন্ত্রী গভীরভাবে উদ্বিগ্ন। পাশাপাশি, চারজন মন্ত্রীকে নিয়ে একটা টিম তৈরি করা হয়েছে বলেও জানা গিয়েছে। ওই টিমটি আগামী ১৭ তারিখ থেকে ক্যাম্প করবে।

আরও পড়ুন: রেল লাইনের মধ্যে আটকে গিয়েছে কুকুরের পা! অথচ এগিয়ে আসছে ট্রেন, রেলকর্মীরা যা করলেন….

এছাড়াও, মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে সম্পন্ন হওয়া এই বৈঠকে ধূপগুড়িকে মহকুমা করার সিদ্ধান্ত এদিন ক্যাবিনেটে পাশ হয়। যার ফলে ধূপগুড়ি ও বানরহাট নামে দু’টি ব্লক নিয়ে মহকুমা তৈরি করা হয়েছে। এদিকে, কেন নবান্নে না করে মন্ত্রিসভার বৈঠক মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে সম্পন্ন হল, এই বিষয়টি সাংবাদিকদের কাছে তুলে ধরেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: “পাকিস্তান” নয়, পড়শি দেশের আসল নাম হল এটা! ৯৯ শতাংশ মানুষ জানেন না এই উত্তর

তিনি জানান, “আমার পায়ে চোট রয়েছে। ওখানে একটু সংক্রমণও হয়ে গিয়েছে। এখন আমি যদি হাঁটাহাঁটি করি, সেটা আরও বাড়তে পারে। তাই আমি আপাতত বাড়িতে আছি। চিকিৎসক আমার পায়ের চোটের জন্য আপাতত আমাকে যেতে বারণ করেছেন।”


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর