হাওড়া নিয়ে টালমাটাল সিদ্ধান্তের মধ্যে ৪ কর্পোরেশনে ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন

বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি শেষ হল কলকাতা পুরভোট। সেখানে বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল শিবির। এবার রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) পক্ষ থেকে রাজ্যের চার পুরনিগমে (Corporations) ভোটের দিনক্ষণ ঘোষণা করা হল।

জানা গিয়েছে, ৪ পুরনিগমে ভোট হবে আগামী ২২ শে জানুয়ারি এবং ফলাফল প্রকাশিত হবে ২৫ শে জানুয়ারি। হাওড়া কর্পোরেশন নিয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও, জানা গিয়েছে নির্বাচন হবে বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর এবং আসানসোল কর্পোরশনে।

   

wb election vote

সূত্রের খবর, নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার তারিখ শুরু হচ্ছে ২৮ শে ডিসেম্বর থেকে এবং শেষ তারিখ ৩ রা জানুয়ারি। মনোনয়ন স্ক্রুটিনির দিন নির্ধারণ করা হয়েছে ৪ ঠা জানুয়ারি এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২২ শে জানুয়ারি। আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক করা হবে ৪ ঠা জানুয়ারি।

সঙ্গে কমিশন আরও জানিয়েছে, রাজ্যের সঙ্গে আলোচনা করে তবেই এই ভোটের দিন নির্ধারণ করা হয়েছে। সিসি ক্যামেরা লাগানো থাকবে সমস্ত বুথেই। ৪ ঠা জানুয়ারি আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক করার পর কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।

সম্প্রতি কলকাতা পুরভোটে সব বুথে সিসিটিভি লাগানোর পরও দেখা গিয়েছিল, কোন বুথে তা কাগজ দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এসবের পর শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছে বিরোধীরা। তাই এবিষয়ে শিলিগুড়ি কর্পোরেশনের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য বলেন, ‘সদিচ্ছা থাকতে হবে সরকারের। আগে জানতে হবে সরকার এবং কমিশন নির্বাচনটা সুষ্ঠু ভাবে করতে চায় কি না। অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে কমিশনকে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর