আধার কার্ডের সঙ্গে ভোটার আইডির সংযুক্তিকরণের ক্ষমতা চায় নির্বাচন কমিশন।

বাংলাহান্ট ডেস্কঃ   আধার কার্ডের সঙ্গে ভোটার আইডির সংযুক্তিকরণের ক্ষমতা চায় নির্বাচন কমিশন। এনিয়ে ইতিমধ্যেই একধাপ এগিয়েছে কেন্দ্র। নির্বাচন কমিশনকে ওই ক্ষমতা দিতে এবার আইন সংশোধনের করতে চলেছে মোদী সরকার।

82323 voter

নির্বাচন কমিশনের হাতে আধার কার্ডের সঙ্গে ভোটার আইডির সংযুক্তিকরণের ক্ষমতা তুলে দিতে হলে সরকারকে ১৯৫১ সালের জন প্রতিনিধিত্ব আইন সংশোধন করতে হবে। আইন মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে , এই ব্যাপারে কেন্দ্রের সায় রয়েছে।

নির্বাচন কমিশনের অভিমত, সংযুক্তিকরণ হলে খুব সহজেই ভোটার তালিকা তৈরি করা যাবে। সহজেই বাদ দেওয়া যাবে ভুয়ো ভোটারদের। পাশাপাশি বাড়ি থেকে দেশের অন্যত্র যাঁরা রায়েছেন তাঁরা সেখান থেকেই ভোট দেওয়ার সুযোগ পাবেন। এক্ষেত্রে উপকৃত হবেন প্রবাসী   শ্রমিক ও চাকুরী জীবিরা।

প্রসংগত, আধার কার্ডের সঙ্গে ভোটার আইডির সংযুক্তিকরণের কাজ শুরু হয়েছে ২০১৫ সালে। যদিও সুপ্রিম কোর্টের একটি রায়ের পর তা বন্ধ হয়ে য়ায়। তার পর থেকেই আইন মন্ত্রকের কাছে এব্যাপারে দরবার করছিল কমিশন।

পাশাপাশি,    আধার কার্ডের তথ্য দিলে তৎকাল অনলাইনের মাধ্যমে আপনি প্যান কার্ড তৈরী করা যাবে।এই মাস থেকেই চালু হচ্ছে এই নতুন পরিষেবা জানাচ্ছেন রাজ্যস্ব সচিব অজয় ভূষণ পাণ্ডে। প্রসঙ্গত এবছর বাজেট পেশ করার সময় দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান যে আমরা প্যান কার্ডের যে আবেদন করার প্রক্রিয়া সহজ করার বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছে সরকার। একই সাথে তৎকাল প্যান কার্ডের নম্বর তৈরি করার কথা জানান অর্থমন্ত্রী।

 


সম্পর্কিত খবর