টিম ইন্ডিয়ার কোচ হিসাবে শেষটা আরও ভালো হতে পারতো, আক্ষেপের সুরে বললেন অনিল কুম্বলে।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একজন অত্যন্ত সফল ক্রিকেটার হচ্ছেন অনিল কুম্বলে। ভারতীয় দলের অন্যতম ম্যাচ উইনার অনিল কুম্বলের ঝকঝকে ক্রিকেট ক্যারিয়ার রয়েছে। তবে কোচ হিসাবে ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর তার ক্যারিয়ারে সফলতা আসার আগেই তাকে ভারতীয় দলের কোচের পদ থেকে সরে যেতে হয়। সেই আক্ষেপ আজও কুঁড়ে কুঁড়ে খায় অনিল কুম্বলেকে।

এক অনলাইন সাক্ষাৎকারে অনিল কুম্বলে সেই আক্ষেপের কথায় ফের একবার তুলে ধরলেন। ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে অনিল কুম্বলে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে বললেন শেষটা আরও একটু ভালো হতে পারতো।

116737265644a62ded1ade969549a1fe6652b499d00ce1c466fd868a4ca0ddf492df7b919

2016 সালের জুন মাসে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসাবে দায়িত্ব পান অনিল কুম্বলে। ফের একবার জাতীয় দলের ড্রেসিং রুমে পা রাখতে পেরে খুব খুশি হয়েছিলেন অনিল কুম্বলে। কুম্বলে নিজেই জানিয়েছিলেন ভারতীয় দলের দায়িত্ব পেয়ে আমি খুবই খুশি। অনিল কুম্বলের হাত ধরে একের পর এক সাফল্য আসতে থাকে টিম ইন্ডিয়ার। টেস্ট ক্রিকেটে এক নম্বর পজিশনে উঠে আসে ভারতীয় ক্রিকেট দল। অনিল কুম্বলের হাত ধরেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠে ভারত। কিন্তু সেই ফাইনাল ম্যাচ হারের পরে হঠাৎই ভারতীয় দলের হেডকোচের পদ থেকে সরে দাঁড়ান কুম্বলে। অনেকেই মনে করেন ভারত অধিনায়ক বিরাট কোহলির সাথে খুব একটা ভালো সম্পর্ক ছিল না কোচ কুম্বলের। সেই কারণেই টিম ইন্ডিয়ার কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন অনিল কুম্বলে। যদিও প্রকাশ্যে কোনদিনই এই দুজন একে-অপরের বিরুদ্ধে কোন মন্তব্য করেননি। এই প্রসঙ্গে আক্ষেপের সুরে অনিল কুম্বলে বলেন শেষটা আরও একটু ভালো হতে পারতো।


Udayan Biswas

সম্পর্কিত খবর