অসম্ভব! মাত্র ৯ ঘণ্টায় তৈরি হল গোটা রেল স্টেশন, কোথায় জানেন?

বাংলা হান্ট ডেস্ক: উন্নত প্রযুক্তির দিক থেকে সমগ্র বিশ্বে অনেকটাই এগিয়ে রয়েছে পড়শি দেশ চিন (China)। শুধু তাই নয়, উৎপাদন থেকে শুরু করে অত্যাধুনিক কাজকর্ম প্রতিটি ক্ষেত্রেই চিনের জুড়ি মেলা ভার। পাশাপাশি, পরিবহণ ব্যবস্থাতেও ক্রমশ উন্নতি করছে এই দেশ। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, চিনে সুপারফাস্ট ট্রেনও বেশ কয়েকবছর ধরে চলাচল করছে।

তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি বিষয় উপস্থাপিত করব যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই। প্রথমেই জানিয়ে রাখি যে, চিন সুপারফাস্ট ম্যানুফ্যাকচারিংয়ের জন্যও সমধিক পরিচিত। এমতাবস্থায়, কয়েক বছর আগেই চিন একটি দুর্দান্ত নজির তৈরি করেছিল। যেখানে মাত্র ৯ ঘন্টাতেই তারা তৈরি করে ফেলেছিল একটি আস্ত রেল স্টেশন।

The entire railway station was built in just 9 hours, do you know where.

চিনের ফুজিয়ান প্রদেশে ২০১৮ সালে এই রেল স্টেশন তৈরি করা হয়েছিল। যেখানে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে নির্মাণ কর্মীরা মাত্র ৯ ঘন্টাতেই ওই রেল স্টেশন তৈরি করে ফেলেন। মূলত, তিনটি রেল রুটের সংযোগ স্থাপনের জন্য ওই স্টেশনটি তৈরি করা হয়। যেটি তৈরি করতে নিয়োজিত ছিলেন ১,৫০০ শ্রমিক। তবে, এই সামগ্রিক কাজটির পূর্ব পরিকল্পনা থেকে শুরু করে নকশা, টাস্কফোর্স ও কাজ ভাগাভাগি করে দেওয়া হয়।

আরও পড়ুন: গম্ভীর ভারতীয় দলের কোচ হলে কে হবেন KKR-এর মেন্টর? দায়িত্ব পাবেন ২৫,০০০ রান করা এই খেলোয়াড়

এই চমকপ্রদ নির্মাণ কাজের জন্য, প্রতিটি শ্রমিক এবং ইঞ্জিনিয়ারদের বিভিন্ন দিকে নজর রাখতে হয়েছিল। পাশাপাশি, ৭ টি ধাপে সমস্ত কাজ ভাগ করে দেওয়া হয়। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, স্টেশনের বিল্ডিং তৈরির পাশাপাশি সেখান থেকে বেরোনো রেলপথ সহ সিগন্যাল এবং বৈদ্যুতিক তারের কাজও কয়েক ঘণ্টার মধ্যেই সম্পন্ন করা হয়।

আরও পড়ুন: বিশ্বসেরা হয়ে ইতিহাস গড়ল আদানি পোর্টস! চিনা সংস্থাকে হারিয়ে দিয়ে হাসিল করল শ্রেষ্ঠত্বের মুকুট

প্রসঙ্গত উল্লেখ্য যে, চিনের স্থানীয় রেল নেটওয়ার্ক শক্তিশালী করার জন্য এই নির্মাণ করা হয়েছিল। সেখানে গেইলাং রেলওয়ে, গেনরুইলং রেলওয়ে এবং জেহানলং রেলওয়েকে নতুন রেল রুট নেনলং রেলওয়ের সাথে সংযুক্ত করার প্রয়োজন ছিল। পাশাপাশি, ওই রুটে ২০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে লোকাল ট্রেন চলাচল করে বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর