এবার মঙ্গল গ্রহে গিয়ে বসবাস করতে পারবে পৃথিবীর মানুষ! কত হবে খরচা জানালেন ইলন মাস্ক

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি বিশ্বের অন্যতম ধনকুবের তথা স্পেসএক্সের (SpaceX) কর্ণধার ইলন মাস্ক (Elon Musk) মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপন সম্পর্কে সতর্ক করেছেন। মাস্ক জানিয়েছেন, মঙ্গল গ্রহে পৌঁছনো প্রথম বাসিন্দাদের কঠিন এবং প্রতিকূল পরিবেশের মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। শুধু তাই নয়, ওই মানুষদের কঠোর পরিশ্রম করতে হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

মূলত, TED কনফারেন্সের প্রধান ক্রিস অ্যান্ডারসনের সাথে কথা বলার সময়, মাস্ক বলেছিলেন যে, এই মিশন দুর্বল হৃদয়ের মানুষদের জন্য হবে না। পাশাপাশি, মঙ্গলে মানুষের বসতি স্থাপনের এই মিশন প্রথমদিকে একেবারেই সহজসাধ্য হবেনা বলেও জানান তিনি।

ইলন মাস্ক ২০৫০ সালের মধ্যে মঙ্গলে মানব বসতি স্থাপন করতে চান:
প্রকৃতপক্ষে, বিশ্বের সবচেয়ে ধনী বিজনেস টাইকুন ২০৫০ সালের মধ্যে মঙ্গলে মানব বসতি স্থাপনের দাবি করেছেন। তাঁর কোম্পানি স্পেসএক্স এমন একটি রকেট তৈরির কাজ করছে যা মানুষকে যত তাড়াতাড়ি সম্ভব মঙ্গলে নিয়ে যেতে পারে। একটি বিবৃতিতে মাস্ক জানিয়েছিলেন, তিনি প্রায়শই সৌরজগতের বিভিন্ন গ্রহে মানুষের বসতিকে সমর্থন করে আসছেন।

তবে তিনি তাঁর মঙ্গল অভিযান সম্পর্কে খুব বেশি তথ্য সামনে আনেননি। যদিও, মনে করা হচ্ছে যে, এই দশকের শেষ নাগাদ, স্পেসএক্স মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপনের মিশন শুরু করতে পারে।

কত হবে পৃথিবী থেকে মঙ্গল গ্রহের একমুখী ভাড়া ? 

ইতিমধ্যেই ইলন মাস্ক অ্যান্ডারসনকে বলেছিলেন যে, মঙ্গল গ্রহে জীবন হবে “বিপজ্জনক, সংকীর্ণ এবং কঠিন।” সেখানে যেতে নতুনদের কঠোর পরিশ্রম করতে হবে। মাস্ক অনুমান করেছেন যে, প্রাথমিকভাবে মঙ্গল গ্রহে যেতে একমুখী টিকিটের দাম প্রায় ১ লক্ষ ডলার হবে। তিনি এই ভাড়াকে মহাকাশযাত্রীদের জন্য অত্যন্ত সাশ্রয়ী বলে অভিহিত করেছেন।

প্রাথমিকভাবে এই অভিযানের শুরুর জন্য ১০০০ টি স্টারশিপের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০৩০ থেকে ২০৪০ পর্যন্ত প্রতি দুই বছরে নির্দিষ্ট সংখ্যক বার এগুলি লঞ্চ করা হবে। এই স্টারশিপগুলির প্রতিটিতে ১০০ জনেরও বেশি মানুষ থাকতে পারবেন।

ইলন মাস্ক টিকিট কেনার তহবিলের জন্য সবার কাছে আবেদন করছেন:

তিনি বলেন, একটি স্বয়ংসম্পূর্ণ উপনিবেশ স্থাপনের জন্য অনেক প্রচেষ্টা প্রয়োজন। এই মিশনটি চালানোর জন্য, লোকেরা স্টারশিপ মহাকাশযানের জন্য ১ লক্ষ ডলারের একটি টিকিট কিনে নিজেদেরই খরচ সামলাবেন। তিনি আরও জানান যে, “একটি স্বনির্ভর শহর তৈরি করতে পর্যাপ্ত লোক এবং পর্যাপ্ত পণ্যসম্ভার মঙ্গল গ্রহে আনতে হবে। মঙ্গল গ্রহে যেতে যদি ১ লক্ষ ডলার খরচ হয়, আমি মনে করি প্রায় সবাই এটা করতে পারবেন। যদিও ভাড়া তার চেয়ে কমও হতে পারে।”

prothomalo bangla 2021 11 a7821af4 ebd4 4cc5 b74e 6c5e8fc2f56c elon musk reuters

ফ্লোরিডায় লঞ্চপ্যাড বানাচ্ছে স্পেসএক্স:
স্পেসএক্সের স্টারশিপ এখনও পর্যন্ত নির্মিত সবচেয়ে জটিল এবং উন্নত রকেট। ইলন মাস্ক নিজেই এই মহাকাশযানটিকে “নেক্সট লেভেল” মেশিন বলে বর্ণনা করেছেন। স্পেসএক্স সাম্প্রতিক বছরগুলিতে মঙ্গলে মানব বসতির লক্ষ্য পূরণের জন্য তার কাজ আরও জোরদার করেছে। এই মাসের শুরুর দিকে, মাস্ক প্রকাশ করেছেন যে, স্পেসএক্স ফ্লোরিডায় একটি লঞ্চপ্যাড নির্মাণ শুরু করেছে যা স্টারশিপ রকেট পরিচালনার সুবিধা প্রদান করবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর